মুম্বাইঃ সম্প্রতি মুম্বাই পুলিশ একজনকে গ্রেফতার করে, তাঁর বিরুদ্ধে অবৈধ কাগজপত্র বানিয়ে ভারতে থাকার অভিযোগ উঠেছে। জানা গিয়েছে যে, সে একজন বাংলাদেশি। কংগ্রেস দাবি করেছেন রুবেল শেখ নামের ওই ব্যক্তি বাংলাদেশি নাগরিক আর সে উত্তর মুম্বাইয়ের বিজেপির মাইনরিটি সেলে সভাপতি হিসেবে কাজ করেছেন। কংগ্রেসের মুখপাত্র সচিন সাওয়ান্ত এই প্রসঙ্গে একটি ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।
সচিব সাওয়ান্ত ট্যুইট করে প্রশ্ন তুলেছেন যে, এটা কি বিজেপির সঙ্ঘজিহাদ? সচিন সাওয়ান্ত বলেন, ‘উত্তর মুম্বাইয়ের বিজেপির মাইনরিটি সেলের জেলা সভাপতি একজন বাংলাদেশি। আমি বিজেপিকে জিজ্ঞাসা করছি যে, এটা বিজেপির সঙ্ঘজিহাদ কি? CAA আইনে কি বিজেপির জন্য বিশেষ বন্দোবস্ত করেছেন অমিত শাহ? দেশজুড়ে আলাদা আইন আর বিজেপির জন্য আলাদা আইন।”
भाजपा का अल्पसंख्यक सेल का अध्यक्ष बांग्लादेशी निकला। यही भाजपा का संघजिहाद है क्या? pic.twitter.com/FEUVtF2U3o
— Sachin Sawant सचिन सावंत (@sachin_inc) February 19, 2021
https://platform.twitter.com/widgets.js
বলে রাখি, রুবেল শেখকে গত সপ্তাহে মুম্বাই পুলিশ গ্রেফতার করেছিল। বরিষ্ঠ পুলিশ আধিকারিক ভালেরাও শেখর বলেন, ‘আমরা ভুয়ো কাগজপত্র থাকার অভিযোগে তাঁকে গ্রেফতার করেছি। ভুয়ো কাগজপত্র দেখিয়ে সে আধার আর প্যান কার্ডও বানিয়ে ফেলেছে। আপাতত তাঁকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।”
পুলিশ আধিকারিক অনুযায়ী, রুবেল শেখ বাংলাদেশের জসোর জেলার বোবালিয়া গ্রামের বাসিন্দা। পুলিশ আধিকারিক জানান, রুবেল ২০১১ সালে কোনও কাগজ ছাড়াই ভারতে এসেছিল। অভিযুক্ত বিজেপির হয়ে কাজ করে আর বিজেপির উত্তর মুম্বাইয়ের সংখ্যালঘু সেলের সভাপতি হয়ে যায়। রুবেলের কাছে যা কাগজপত্র ছিল, সবই নকল।”
The post বাংলাদেশি অনুপ্রবেশকারীকে সংখ্যালঘু মোর্চার সভাপতি বানিয়েছিল বিজেপি, গ্রেফতার করল পুলিশ first appeared on India Rag .
from India Rag https://ift.tt/37wwNGo
Bengali News