সুপ্রিম কোর্ট আরো একবার নিজে থেকে পদক্ষেপ নিয়ে একটি অপরাধমূলক অবমাননা কেস দায়ের করেছে। এবারের মামলা প্রায়শই বিতর্কে থাকা সাংবাদিক রাজদীপ সারদেশাই এর বিরুদ্ধে। এর আগে এই ধরনের মামলা প্রশান্ত ভূষণ নামের উকিলের উপর চলেছিল।
আগস্ট ২০২০ এর কিছু টুইটকে কেন্দ্র করে রাজদীপ সারদেশাইয়ের উপর মামলা চলবে। বার এন্ড বেঞ্চের খবর অনুযায়ী, আদালত এই মামলা আস্থা খুরানা নামের এক ব্যক্তির পিটিশনের ভিত্তিতে দায়ের করেছে। খুরানা এই মামলার জন্য আগের বছর অ্যাটর্নি জেনারেল কে কে ভেনুগোপালের কাছে সম্মতি চেয়েছিলেন বলে জানা গেছে। যদিও এই সম্মতি সেই সময় দেওয়া হয়নি।
এখন সুপ্রিম কোর্ট নিজেই বিষয়টি বিবেচনা করে সারদেশাই এর বিরুদ্ধে অবমাননার মামলা দায়ের করেছে। প্রসঙ্গত, রাজদীপ সারদেশাই এর বিরুদ্ধে টুইটারে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ বহুবার উঠেছে। স্বর্গীয় প্রণব মুখার্জির ভুয়ো মৃত্যু খবর থেকে শুরু করে কৃষক মৃত্যু নিয়ে বেশকিছু ভুয়ো সংবেদনশীল খবর ছড়িয়েছিলেন রাজদীপ সারদেশাই।
এই ভুয়ো খবরের চক্করে ইন্ডিয়া টুডে গ্রুপ রাজদীপ সারদেশাইকে দুই সপ্তাহের জন্য অফ এয়ার করেছিল। একই সাথে ইন্ডিয়া টুডে রাজদীপ সারদেশাই এর এক মাসের স্যালারি কাটার সিদ্ধান্ত নিয়েছিল। ইন্ডিয়া টুডে ম্যানেজমেন্টের এমন পদক্ষেপের পর রাজদীপ ইন্ডিয়া টুডে সংস্থা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।
The post মুশকিলে পড়লেন রাজদীপ সারদেশাই, অবমাননার মামলা দায়ের করল সুপ্রিমকোর্ট first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3bbMJPx
Bengali News