-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

শুভেন্দু অধিকারী মিছিল লক্ষ্য করে পাথরবাজি! শাসক দলের গুণ্ডামিতে ফের কলঙ্কিত বাংলা

- January 18, 2021


কলকাতাঃ দক্ষিণ কলকায়তায় বিজেপির রোড শো ঘিরে ধুন্ধুমার কাণ্ড। আজ মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুর গড় নন্দীগ্রামে জনসভা করেন। আর শুভেন্দু অধিকারী ঠিক একই দিনে মমতা খাসতালুকে রোড শো করেন। মিছিলে জনপ্লাবন দেখে বিজেপির মুখে চওড়া হাসি ফোটে। কিন্তু সেই হাসি বেশিক্ষণ স্থায়ী ছিল না। কারণ মিছিল পিএসসি ভবনেই কাছে যেতেই একের পর এক ইট-পাথর ধেয়ে আসে মিছিল লক্ষ্য করে।

বিজেপির মিছিলে ঘটে যাওয়া এই বিশৃঙ্খলার ঘটনা মিডিয়ার ক্যামেরাতেও ধরা পড়ে। শেষবার লোকসভা ভোটে ঠিক একই কায়দায় তৎকালীন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের মিছিলেও হা’ম’লা’ হয়েছিল। আর, এবার শুভেন্দু অধিকারীর মিছিলেও ঘটল একই কাণ্ড।

গত বছরের ডিসেম্বর মাসে বিজেপির বর্তমান সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয় যখন ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, তখনও ঠিক একই ভাবে হা’ম’লা’ চলেছিল ওনার কনভয়ে। এই হা’ম’লা’য় কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায় সহ একাধিক বিজেপির নেতা আহত হয়েছিলেন।

সেই হা’ম’লা’ থেকেও শিক্ষা নেয় নি কেউ। এবার কলকাতাতেও একই কাণ্ড ঘটে যাওয়ায় ক্ষোভ রাজনৈতিক মহলে। বিজেপির তরফ থেকে সরাসরি তৃণমূলের দিকে এই ঘটনার জন্য দায়ি করা হয়েছে। বিজেপির তরফ থেকে এই ঘটনার তীব্র নিন্দাও জানানো হয়েছে।

তবে শুধু বিজেপিই নয়, এই হা’ম’লা’র নিন্দা করেছে রাজ্যের সমস্ত বিরোধী দল গুলো। সোমবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, ‘তৃণমূল রাজনৈতিক ভাবে মোকাবিলা করতে পারছে না বলেই এরকম গুণ্ডামি শুরু করেছেন। এর আগেই আমি বলেছিলাম বাংলায় গণতন্ত্র নেই, সেটা আজ আবার প্রমাণ হয়ে গেল।”

The post শুভেন্দু অধিকারী মিছিল লক্ষ্য করে পাথরবাজি! শাসক দলের গুণ্ডামিতে ফের কলঙ্কিত বাংলা first appeared on India Rag .



from India Rag https://ift.tt/2XQnhJ8
Bengali News
 

Start typing and press Enter to search