-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

জম্মু কাশ্মীরের DDC নির্বাচনেও এগিয়ে যাচ্ছে বিজেপি, ফের ব্যর্থ কংগ্রেস

- December 21, 2020

শ্রীনগরঃ জম্মু কাশ্মীরে ৮ দফায় হওয়া DDC Election এর পরিণাম আজ ঘোষণা হবে। ২৮০ টি আসনে ২১৭৮ জন প্রার্থী এই নির্বাচনে নিজেদের ভাগ্য পরীক্ষা করছে। সমস্ত জেলার হেডকোয়ার্টারে ভোট গণনা জারি আছে। ভোট গণনা কেন্দ্রের বাইরে ত্রিস্তরিয় কড়া সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে। রাজ্য পুলিশ আর সেনার জওয়ানরা গণনা কেন্দ্রের বাইরে কড়া নজরদারি চালাচ্ছে। সংবেদনশীল কেন্দ্রের বাইরে কুইক অ্যাকশন টিম মোতায়েন করা হয়েছে।

https://platform.twitter.com/widgets.js

আরেকদিকে, DDC Election এর পরিণাম ঘোষণার একদিন আগে সোমবার PDP প্রধান তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির দুজন ঘনিষ্ঠ আত্মীয় আর একজন প্রাক্তন মন্ত্রী সমেত ২০ জনের বেশি মানুষকে পুলিশ হেফাজতে নিয়েছে। মেহবুবা মুফতি ট্যুইট করে এই ঘটনাকে বেআইনি ঘোষণা করেছেন।

https://platform.twitter.com/widgets.js

প্রাথমিক পরিসংখ্যানে ২৮০ টি আসনের মধ্যে People’s Alliance for Gupkar Declaration ১০ টি আসনে। ভারতীয় জনতা পার্টি ৯ টি আসনে। জাতীয় কংগ্রেস ২ টি আসনে, Jammu and Kashmir Apni Party ৩ টি আসনে আর অন্যান্যরা ৪ টি আসনে এগিয়ে আছে।

The post জম্মু কাশ্মীরের DDC নির্বাচনেও এগিয়ে যাচ্ছে বিজেপি, ফের ব্যর্থ কংগ্রেস first appeared on India Rag .



from India Rag https://ift.tt/34CMUky
Bengali News
 

Start typing and press Enter to search