কৃষক আন্দোলনে সামিল ৩ মহিলার করুন অবস্থা জানার পর এই প্রদর্শনের উদ্যেশের উপর প্রশ্ন উঠতে শুরু হয়েছে। এই তিন মহিলার নাম বীনু, সুনিতা এবং পাপ্পি। মহিলাদের অভিযোগ এক ব্যাক্তি বারেলির ফরিদপুর থেকে ইউপি গেট অবধি নিয়ে এসেছিল। এই স্থানে নিয়ে আসার পর ওই ব্যক্তি হটাৎ কোথাও পালিয়ে যায়।
প্রাপ্ত খবর অনুযায়ী, লোভ দেখিয়ে ইউপি গেটের সামনে লোকজনের ভীড় বৃদ্ধি করার কাজ চলছে। এই তিনজন মহিলা লোভে পা দিয়ে এখন আফসোস করছেন। মহিলারা জানিয়েছেন, চিকিৎসার জন্য তাদের টাকার প্রয়োজন ছিল।
টাকার লোভে এই মহিলারা এখানে এসেছিল। তবে যে ব্যক্তির সাথে এসেছিল সেই ব্যক্তির এখন কোনো খোঁজ নেই। মহিলাদের এমন অবস্থা যে তাদের কাছে এই ঠান্ডায় এখানে থাকার জন্য কোনো কম্বল পর্যন্ত নেই।
তিন মহিলার আলাদা আলাদা সমস্যা রয়েছে, এই সমস্যাকে কাজে লাগিয়ে মহিলাদের UP গেট অবধি আনা হয়েছে তথা ভীড় জমা করা হচ্ছে। জানিয়ে দি,এই মহিলাদের কৃষক আন্দোলনের সাথে কোনো সম্পর্ক নেই। শুধুমাত্র নিজেদের প্রয়োজনে লোভে পড়ে তারা এই সিদ্ধান্ত নিয়েছে।
The post কৃষক আন্দোলনে ভীড় বাড়ানোর পদ্ধতি- লোভ দেখিয়ে আনা ৩ মহিলা খুলে দিলেন আন্দোলনের পোল first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3h7MdVf