-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

কাবুলে গ্রেফতার ১০ চীনা গোয়েন্দা, জঙ্গিদের সাথে হাত মিলিয়ে গোটা বিশ্বে নাশকতা চালানোর ছিল প্ল্যান

- December 25, 2020


নয়া দিল্লীঃ পাকিস্তানের (Pakistan) পরম বন্ধু চীন (China) গোটা বিশ্ব নাশকতা চালানোর ছকে আছে। এই ঘটনার সত্যতা আফগানিস্তানের (Afghanistan) রাজধানী কাবুলে (Kabul) গ্রেফতার হওয়া ১০ চাইনা গোয়েন্দা স্বীকার করেছে। কাবুলে চীনের মডিউলের পর্দা ফাঁস হয়েছে, এই মডিউল জঙ্গি সেলের সঞ্চালন করত। পশ্চিম এশিয়ার দেশ কূটনীতিক এবং সুরক্ষা কর্মকর্তারা এই তথ্য দিয়েছেন।

কাবুল ও দিল্লির লোকেরা যারা এই বিষয়ে সচেতন ছিল তারা বলেছে যে মডিউলটির পর্দা ফাঁস হওয়ার কারণে বেইজিং অনেকটা বিব্রত বোধ করছে। এখন বিষয়টি আড়াল করতে চীন আশরাফ গনি সরকারকে বোঝানোর চেষ্টা করছেন। সম্প্রতি চীনের ১০ নাগরিককে আফগানিস্তানের রাষ্ট্রীয় সুরক্ষা নির্দেশালয় (NDS) দ্বারা চর বৃত্তি চালানো আর জঙ্গি সেল চালানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

এই চীনা নাগরিকরা চীনের গুপ্তচর সংস্থা রাজ্য সুরক্ষা মন্ত্রকের সাথে জড়িত বলে ধারণা করা হচ্ছে। NDS অ্যাকশন নেওয়ার কাজ চলতি মাসে ১০ তারিখ শুরু করেছিল। বহুবছর পর চীনের নাগরিকদের আফগানিস্তানে চর বৃত্তি চালানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে। যখন থেকে আমেরিকা আফগানিস্তান থেকে নিজেদের সেনা তুলে নিচ্ছে, তখন থেকেই বেজিং সেখানে নিজেদের প্রভাব বিস্তার করার কাজ করে চলেছে।

হিন্দুস্তান টাইমসের একটি রিপোর্ট অনুযায়ী, কাবুলের এক বরিষ্ঠ কূটননিতীক জানিয়েছেন যে, ১০ জন চীনা নাগরিক কমপক্ষে দুটি জঙ্গি সংগঠন হাক্কানি নেটওয়ার্কের সম্পর্কে ছিল। এই জঙ্গিরা তালিবান সংগঠনের সাথে যুক্ত। রাষ্ট্রপতি গনিকে চীনা নাগরিকদের গ্রেফতার করার বিষয়ে বলা হয়েছে। মামলার সংবেদনশীলতার কথা মাথায় রেখে তিনি তদন্তের তদারকির দায়িত্ব আফগান গোয়েন্দা সংস্থার প্রাক্তন প্রধান ও প্রথম উপ-রাষ্ট্রপতি অমরুল্লাহ সালেহকে দিয়েছেন।

অমরুল্লাহ সালেহ চীনা গোয়েন্দাদের গ্রেফতার করার খবর কাবুলের চীনা রাজদূতকে দেন আর ওনার সাথে মিটিং করেন। শোনা যাচ্ছে যে, সালেহ ইঙ্গিত দিয়েছেন বলেছেন বেইজিং যদি আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন ও কাবুলের সাথে বিশ্বাসঘাতকতার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায় তবে আফগান সরকার চাইনিজ গোয়েন্দাদের ক্ষমা করা বিবেচনা করতে পারে। আর ক্ষমা না চাইলে আফগান সরকার চীনা নাগরিকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে।

The post কাবুলে গ্রেফতার ১০ চীনা গোয়েন্দা, জঙ্গিদের সাথে হাত মিলিয়ে গোটা বিশ্বে নাশকতা চালানোর ছিল প্ল্যান first appeared on India Rag .



from India Rag https://ift.tt/34F4bcI
Bengali News
 

Start typing and press Enter to search