৮ বছরের নীরিহ বাচ্চা মেয়ের সাথে কুকর্ম করার অপরাধে মাদ্রাসার মৌলবীকে আদালত কঠোর সাজা শুনিয়েছে। আদালত মৌলবীকে ২০ বছরের সাজা শুনিয়েছে একই সাথে ৫০ হাজার টাকার জরিমানা লাগিয়েছে। আদালতের আদেশ অনুযায়ী জরিমানার টাকা মেয়েটির পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
জানিয়ে দি, ঘটনা উত্তরপ্রদেশের রামপুরের আজিমনগর থানা এলাকার। সেখানে গ্রামের এক পরিবার অভিযোগ করেছিলেন যে স্থানীয় এক মাদ্রাসায় তাদের মেয়ে পড়াশোনা করতে যায়। মাদ্রসার মৌলবী তাদের মেয়ের সাথে কুকর্ম করেছে।
পরিবারের অভিযোগ ছিল তাদের মেয়েকে নগ্ন করে কুকর্ম করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামে। পুলিশ পস্কো এক্টের আওতায় মৌলবীকে গ্রেফতার করে। রেপের ধারা লাগানোর পর পুলিশ আদালতে চার্জশিট পেশ করে।
দুই পক্ষের বক্তব্য শোনার পর আদালত মৌলবীকে সাজা শুনিয়েছে। মৌলবীকে দোষী সাব্যস্ত করে তাকে ২০ বছরের জেল সাজা শুনিয়েছে এবং ৫০ হাজার টাকা জরিমানা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
The post মাদ্রাসার মৌলবীকে ২০ বছরের সাজা শোনালো আদালত! ৮ বছরের মেয়ের সাথে করেছিল কুকর্ম first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3pyZ3z3
Bengali News