-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

NOTA এর থেকেও পিছিয়ে শিবসেনা! ২২ এর মধ্যে ২১ জন প্রার্থী ধরাশায়ী

- November 10, 2020

বিহারের বিধানসভা নির্বাচন নিয়ে মিডিয়া বেশ বড়ো বড়ো ভবিষ্যতবাণী করেছিল। মিডিয়ার সমস্ত ভবিষ্যতবাণী এখন ভুয়ো প্রমানিত হয়েছে। ২০২০ বিধানসভা নির্বাচনের ২৪৩ আসনের উপর ভোট গণনা এখনও জারি রয়েছে।

এখন বিহার নির্বাচনের ফলাফল স্পষ্ট করে দিয়েছেন যে ব্র্যান্ড মোদীর সামনে মহাজোটের অস্থিত পর্যন্ত বিপদে রয়েছে। নির্বাচনের যা ফলাফল আসছে তাতে বোঝা যাচ্ছে যে আরো একবার বিহারে NDA সরকার গঠন করবে।

অন্যদিকে এই নির্বাচনে শিবসেনার অবস্থা একেবারে খারাপ হয়ে পড়েছে। এখনও অবধি গণনা অনুযায়ী, শিবসেনার ফলাফল নোটার (NOTA) থেকেও পিছিয়ে রয়েছে। ২২ টি আসনের মধ্যে ২১ টি আসনে শিবসেনা NOTA এর থেকেও কম ভোট পেয়েছে।

যদিও আজ অবধি শিবসেনার দাবি ছিল যে বিহারে ডোনাল্ড ট্রাম্পের মতো বিজেপি হারবে অন্যদিকে শিবসেনা ভালো ফলাফল করবে। তেজস্বী যাদবের সামনে নরেন্দ্র মোদী এবং নীতিশ কুমার দাঁড়াতে পারবেন না বলে দাবি করেছিল শিবসেনা। শিবসেনার বড়ো নেতা সঞ্জয় রাউত আজ সকাল অবধি দাবি করেছিলেন যে NDA বিহার থেকে ভালো ফলাফল করতে পারবে না।

The post NOTA এর থেকেও পিছিয়ে শিবসেনা! ২২ এর মধ্যে ২১ জন প্রার্থী ধরাশায়ী first appeared on India Rag .



from India Rag https://ift.tt/2U9u3rE
Bengali News
 

Start typing and press Enter to search