-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

EVM হ্যাক হয়েছে বলে অভিযোগ তুললেন কংগ্রেস নেতা উদিত রাজ! নির্বাচনের ফলাফল দেখে হাহাকার কংগ্রেস মহলে

- November 10, 2020

বিহার ২০২০ বিধানসভা নির্বাচনের ফলাফল কংগ্রেস পার্টিকে রীতিমতো চাপে ফেলেছে তা স্পষ্ট হয়ে গেছে। বিহারের জনগণ আরো একবার NDA সরকারকে ক্ষমতায় আনার সিদ্ধান্ত নিয়েছে, আর সেভাবেই ফলাফল ইঙ্গিত দিচ্ছে। কংগ্রেস সহ মহাজোটের নির্বাচনে প্রদর্শন নিয়ে বেশকিছু মিডিয়া বেশ অতিরঞ্জিত করে এক্সিট পোল প্রকাশ করেছিল। যেখানে দাবি করা হয়েছিল যে বিহারে জোট সরকার ক্ষমতায় আসবে।

এখন খারাপ ফলাফল দেখার পর কংগ্রেসের নেতারা হতাশ হয়ে পড়েছেন। কংগ্রেস নেতা উদিত রাজ EVM হ্যাক হয়েছে বলে দাবি করেছেন। উদিত রাজ কংগ্রেসের একজন বড়ো নেতা যিনি কংগ্রেস পার্টির বড়ো বড়ো সিদ্ধান্তের উপর মিডিয়ার মুখোমুখি হয়ে থাকেন।

বিহার নির্বাচনের ফলাফল দেখে উদিত রাজ দাবি করেছেন যে EVM হ্যাক হয়েছে। উদিত রাজ বলেছেন, যদি মঙ্গল ও চাঁদে যাওয়া উপগ্রহের দিক পৃথিবী থেকে নিয়ন্ত্রণ করা যায়, তাহলে EVM হ্যাক কেন সম্ভব নয়?

https://platform.twitter.com/widgets.js

উদিত রাজের এমন মন্তব্যকে কেন্দ্র করে কংগ্রেসকে নিয়ে নেটিজনরা হাসিঠাট্টা শুরু করেছে। কেউ কংগ্রেস নেতা উদিত রাজকে মহান বিজ্ঞানী বলে কটাক্ষ করেছেন আবার কেউ উনাকে বিশ্বের সবথেকে বুদ্ধিমান ব্যাক্তি বলে কটাক্ষ করেছেন। কিছু কিছু নেটিজন উদিত রাজকে লর্ড বা ভগবান বলেও কটাক্ষ করেছেন। অনেকে বলেছেন এতক্ষন তো আপনার মন্তব্যের জন্যেই অপেক্ষা করছিলাম।

The post EVM হ্যাক হয়েছে বলে অভিযোগ তুললেন কংগ্রেস নেতা উদিত রাজ! নির্বাচনের ফলাফল দেখে হাহাকার কংগ্রেস মহলে first appeared on India Rag .



from India Rag https://ift.tt/2Ud2v4z
Bengali News
 

Start typing and press Enter to search