বিহারের পর এবার বাংলার রাজনীতির চর্চা তুঙ্গে পৌঁছে গেছে। পশ্চিমবঙ্গের আগামী মুখ্যমন্ত্রী কে হবেন? বিধানসভা নির্বাচনে কোন পার্টি জিতবে এই নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে। নির্বাচনের সময় রাষ্ট্রপতি শাসন লাগু হবে কিনা তা নিয়েও জোর তর্ক ছড়িয়েছে।
রাজনৈতিক পার্টিগুলির মধ্যে আক্রমন, পাল্টা আক্রমণও তীব্র হয়েছে।
এর মধ্যে নিজের মন্তব্যের জন্য খবরের শিরোনামে থাকা তৃণমূল নেতা অনুব্রত মন্ডল আরো একবার বিজেপিকে আক্রমন করেছেন। অনুব্রত মন্ডল বিজেপিকে ফেক দল বলে কটাক্ষ করেছেন।
অনুব্রত মণ্ডল বলেছেন, বিজেপি শুধু ভুয়ো খবর ছড়ায়। সাংবাদিক সম্মেলনে তৃণমূল নেতা বলেন, বিহারে দুর্গাপুজার সময় পুলিশ লাঠিচার্জ করেছে সেটাকে পশ্চিমবঙ্গের বলে চালিয়ে দেওয়া হচ্ছে।
অনুব্রত মন্ডল বলেন, উত্তরপ্রদেশের কোনো খারাপ ঘটনা ঘটছে সেটাকে পশ্চিমবঙ্গের বলে চালিয়ে দিচ্ছে। সিনেমায় কোনো মারামারি ঘটনা দেখাচ্ছে সেটাকেও বিজেপি পশ্চিমবঙ্গের বলে চালাচ্ছে। অনুব্রত মন্ডল আরো বলেন, বিজেপি কোনো মানুষের উপকার করে নাই, এটা একটা ফেক দল যারা দেশকে শেষ করে দিল।
The post বিজেপি দেশটাকে শেষ করে দিল, এটা একটা ফেক দল: অনুব্রত মন্ডল first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3fjCXfI
Bengali News