উপরাষ্ট্রপতির পদ থেকে বিদায় নেওয়ার পর থেকে হামিদ আনসারী বেশ ভয়ভীতি হয়ে রয়েছেন। দেশের মধ্যে থেকে হামিদ আনসারি ভয় পেতে শুরু করেছেন।
হামিদ আনসারি আগেই এ বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। এখন আবারও উনার ভয় প্রকাশ পেয়েছে। হামিদ আনসারি এখন রাষ্ট্রবাদকে রোগ বলে অভিহিত করেছেন।
এর আগে হামিদ আনসারি রাষ্ট্রবাদকে বিষ বলেছিলেন। শুক্রুবার দিন দেশের পূর্ব উপরাষ্ট্রপতি বলেছেন, দেশ করোনা আগে ২ টি আরো মহামারি দ্বারা আক্রান্ত। এই দুটি হল- ধার্মিক কট্টরতা দ্বিতীয় আক্রামক রাষ্ট্রবাদ। কংগ্রেস সাংসদ শশী থারুরের এক বইয়ের উদ্বোধনের সময় সামাজিক ও রাজনৈতিক বিষয়ে মন্তব্য করেছিলেন হামিদ আনসারি।
‘The Battle of Belonging’ নামের বইয়ের উদ্বোধন অনুষ্ঠানে হামিদ আনসারী রাষ্ট্রবাদ শব্দের সাথে আক্রামক জুড়ে দেন এবং রোগ বলে অভিহিত করেন। হামিদ আনসারি বলেন, করোনা মহামারি একটা ভয়ানক মহামারি। তবে আমাদের দেশ ও সমাজ আগে থেকেই ২ টি মহামারীর শিকার হয়েছে।
প্রসঙ্গত, এর আগে ভারতে বাড়তে থাকা রাষ্ট্রবাদ নিয়ে চীনের মিডিয়ায় হাহাকার দেখা গেছে। চীনের গ্লোবাল টাইমস লাদাখের উত্তেজনার কারণ হিসেবে ভারতের রাষ্ট্রবাদকে দায়ী করেছিল।
The post করোনার আগে রাষ্ট্রবাদ নামক মহামারিতে ভুগছে দেশ: মন্তব্য হামিদ আনসারির first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3fih6Fu
Bengali News