কলকাতাঃ লোকাল ট্রেন (Local Train) পরিষেবা বহাল করার জন্য রাজি হল রাজ্য সরকার। আজ রেলওয়ের (Indian Railways) সাথে বৈঠকের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে। প্রাপ্ত খবর অনুযায়ী, এখন মাত্র ১০ শতাংশই লোকাল ট্রেন চালানো হবে রাজ্যে। এরপর কালীপুজোর পর অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে।
জানিয়ে দিই, রাজ্য জুড়ে লোকাল ট্রেন চালানোর দাবি নিয়ে হওয়ার বিক্ষোভের পর নড়চড়ে বসে রাজ্য সরকার। গতকাল হাওড়া আর আজ হুগলির বিভিন্ন রেলওয়ে স্টেশনে লোকাল ট্রেন চালানো নিয়ে বিক্ষোভ করেছিল যাত্রীরা। আর এটা বেশ কিছুদিন ধরেই চলে আসছিল। যাত্রীদের বিক্ষোভের কথা মাথায় রেখে অবশেষে ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল সরকার।
এর আগে রেলের তরফ থেকে রাজ্যকে চিঠি লিখে লোকাল ট্রেন চালানোর জন্য বৈঠকের আবেদন করলেও সারা পাওয়া যায়নি। এরফলে দুর্গা পুজোর আগে রাজ্যে লোকাল ট্রেন চালানোও সম্ভব হয়নি। তবে এবার রাজ্য সরকারের সিদ্ধান্তের ফলে কিছুটা হলেও স্বস্তিতে নিত্যযাত্রীরা। জানিয়ে দিই, করোনার আবহে সবার আগে লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছিল মহারাষ্ট্র সরকার।
The post ব্রেকিং খবরঃ অবশেষে রাজি হল রাজ্য সরকার! বাংলায় ৭২ ঘণ্টার মধ্যে শুরু হবে লোকাল ট্রেন পরিষেবা first appeared on India Rag .
from India Rag https://ift.tt/2GiSeQW
Bengali News