ফ্রান্সে নবী মহম্মদের কার্টুন প্রদর্শন করার কারণে এক শিক্ষকের মাথা কেটে দেওয়া হয়েছিল। এছাড়াও ফ্রান্সের বেশ কয়েকটি স্থানে সন্ত্রাসীরা আক্রমন হানে এবং আল্লাহু হু আকবর শ্লোগানের সাথে একাধিকজনকে হ’ত্যা করে। ফ্রান্সে সন্ত্রাসবাদের এমন উপদ্রবের পর ভারত সরকার ফ্রান্সকে সমর্থন জানিয়েছেন। অন্যদিকে পাকিস্তান, তুর্কীর মতো ইসলামিক দেশ ফ্রান্সের বিরুদ্ধে দাঁড়িয়ে পড়েছে। ফ্রান্সের বিরোধিতার নামে এখন ইসলামিক দেশগুলি থেকে একের পর এক ভিডিও সামনে আসছে যা কট্টরপন্থীদের বর্বর সরূপকে তুলে ধরছে।
পাকিস্তান থেকে এক ভিডিও ভাইরাল হয়েছে যেখানে এক মৌলানা চিৎকার করে করে ফ্রান্সের উপর এটম বোমা ফেলানোর হুমকি দিচ্ছে। পাকিস্তানের বিখ্যাত মৌলানা ইমাম খাদিম হোসেন রিজভী বলেছেন, ফ্রান্স আমাদের চ্যালেঞ্জ করছে, ইসলামের অবমাননা করছে তাই ওদের উপর এটম বম দ্বারা আক্রমন করা হোক।
মৌলানা বলেছেন, জেহাদের ঘোষণা করা হোক এবং ফ্রান্সে বোমা ফেলে দেওয়া হোক। তাহলে আল্লাহর সামনে বিচারের দিন লজ্জা পেতে হবে না। জানিয়ে দি, মৌলানা ইমাম খাদিম হোসেন রিজভী ইসলামিক ধৰ্মগুরু হওয়ার সাথে সাথে একজন রাজনীতিবিদ তথা তেহেরিক-ই-লেবেক-পাকিস্তান নামক রাজনৈতিক পার্টির সভাপতি। মৌলনার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর নেটিজনরা পাকিস্তানের সামরিক শক্তি নিয়ে বেশ হাসি ঠাট্টা শুরু করেছেন এবং মৌলানাকে মূর্খ বলে কটাক্ষ করেছেন।
Pakistani Politician and Islamic Scholar Allama Khadim Hussain Rizvi Calls on Pakistani Government to Use the Atom Bomb, in the Wake of the Charlie Hebdo Cartoons Affair pic.twitter.com/wuuigYVEYM
— MEMRI (@MEMRIReports) November 1, 2020
https://platform.twitter.com/widgets.js
প্রসঙ্গত, ফ্রান্সের ঘটনাকে কেন্দ্র করে ধীরে ধীরে ইসলামিক দেশগুলিতে উত্তেজনা বৃদ্ধি পেতে শুরু হয়েছে। ফ্রান্সের বিরোধিতার নামে বাংলাদেশ, পাকিস্তানের মতো দেশে হিংসক ঘটনা সামনে আসছে। গতকাল বাংলাদেশের কুমিল্লায় ফ্রান্সের ইস্যুকে কেন্দ্র করে ভুয়ো ফেসবুক পোস্টের বাহান দিয়ে হিন্দুদের উপর আক্রমণ করা হয়। যার দরুন হিন্দুদের প্রায় ৬ টি বাড়ি ভাঙচুর করে জ্বালিয়ে ভস্মীভূত করে দেওয়া হয়েছে।
The post “জেহাদের ঘোষণা করো, ফ্রান্সের উপর এটম বম ফেলে আক্রমন করো”- ভাইরাল পাকিস্তানের মৌলনার ভিডিও first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3euF2W5
Bengali News