ফ্রান্সে হওয়া ঘটনা নিয়ে ভারতীয় উপমহাদেশের মুসলিম সমাজের একাংশ আক্রোশ প্রকাশ করেছে। বাংলাদেশ, পাকিস্তানের মুসলিমরা রাস্তায় নেমে ফ্রান্সের রাষ্ট্রপতির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করছে। এই বিক্ষোভ প্রদর্শন অত্যন্ত হিংসক ছিল। ফ্রান্সের বিরোধী দলের নেতানেত্রীরা বাংলাদেশ ও পাকিস্তানের লোকজনকে ফ্রান্স আসার উপর ব্যান লাগানোর দাবি তুলেছে। তবে বাংলাদেশ ও পাকিস্তানের মতো দেশ এমন উপদ্রব করলেও আরবের মুসলিম দেশগুলি অন্য পতিক্রিয়া দিচ্ছে। আগেই সৌদি আরব ফ্রান্সে হওয়া সন্ত্রাসবাদী হামলার নিন্দা জানিয়েছেন আর এখন UAE ঠিক একই রাস্তায় হেঁটেছে।
রবিবার দিন আবুধাবি ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল মাক্রোঁর সাথে ফোনে কথা বলেন। আবুধাবি ক্রাউন প্রিন্স ফোনে কথা বলতে গিয়ে ফ্রান্সে হওয়া সন্ত্রাসী হামলার নিন্দা করেন। সম্পতি আল্লাহ হু আকবর শ্লোগান দিয়ে ফ্রান্সে বেশ কয়েকজনের গলা কেটে হত্যা করা হয়েছে।
এই ঘটনা প্রসঙ্গে আবুধাবি ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। একই সাথে তিনি ফ্রান্সের রাষ্ট্রপতির কাছে তাদের নিন্দা জানান যারা ধর্মকে ব্যাবহার করে সন্ত্রাসবাদ ছড়াচ্ছে।ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ বলেন, কোনো পরিস্থিতিতে পেগম্বরকে রাজনীতি বা হিংসার সাথে জুড়ে দেওয়া ঠিক নয়।
Abu Dhabi crown prince condemns terrorist attacks in France https://t.co/4873TcRB3i pic.twitter.com/RHBUGXApG4
— Reuters (@Reuters) November 1, 2020
https://platform.twitter.com/widgets.js
প্রসঙ্গত জানিয়ে দি, বিশেষজ্ঞরা মনে করছেন ফ্রান্সে যে ঘটনা শুরু হয়েছে তা নিয়ে আন্তর্জাতিক মহলে রাজনীতি শুরু হয়েছে। বিশেষ করে চীনের ইশারায় পাকিস্তান তাদের কট্টরপন্থীদের ফ্রান্সের বিরোধিতায় উস্কানি দিয়েছে। এমনিতেই পাকিস্তানে যে হারে দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে তাতে ইমরান সরকার জনগণকে ফ্রান্সের ইস্যুতে মাতিয়ে রাখতেই আগ্রহ প্রকাশ করছেন।
যা দেখা দেখি আরো বেশকিছু স্থানের কট্টরপন্থীরাও এই খেলায় মেতে উঠেছে। যদিও UAE ও সৌদি আরবের পদক্ষেপ নিঃসন্দেহ সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বের লড়াইকে মজবুত করতে যোগদান দিচ্ছে।
The post সন্ত্রাসবাদী হামলার নিন্দা করলেন UAE ক্রাউন প্রিন্স! ফ্রান্স রাষ্ট্রপতিকে ফোন করে মৃত পরিবারের প্রতি জানালেন সমবেদনা first appeared on India Rag .
from India Rag https://ift.tt/2HWZQcL
Bengali News