-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

১০০০ বছর লাগলেও বাবরি মসজিদ ওখানেই হবে: তসলিম রাহমানী, SDPI নেতা

- October 01, 2020

সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার সচিব তসলিম রাহমানী বাবরি মসজিদ সম্পর্কিত উস্কানিমূলক মন্তব্য করেছেন। তসলিম রহমানী পুনরায় অযোধ্যাতে বাবরি মসজিদ তৈরি করার হুমকি দিয়েছেন। এই উস্কানিমূলক মন্তব্য উনি জি নিউজে কৃষ্ণ জন্মভূমি নিয়ে চলা ডিবেটের সময় করেছেন। রহমানী বলেছেন, অযোধ্যাতে বাবরি মসজিদ আবার বানানো হবে তাতে ১০০০ বছর লাগলেও চিন্তা নেই।

লক্ষণীয় বিষয়, একদিকে তসলিম রহমানী বলেছেন যে সংবিধান ও সর্বোচ্চ আদালতের উপর তার অটুট বিশ্বাস রয়েছে। আবার অন্যদিকে রহমানী আদালতে রায়ের উপর প্রশ্ন চিহ্ন বসিয়ে দিয়েছেন। রাহমানী বলেন, মসজিদ ওখানে ছিল, ওখানে আছে এবং ওখানেই থসকবে। ১০০০ বছর লেগে গেলেও মসজিদ আবার তৈরি করা হবে।

তসলিম রাহমানী বলেছেন, আমি বার বার বলছি মসজিদ ওখানেই হবে। ডিবেট পরিচালক যখন রহমানির দ্বিমত পোষণের জন্য পাল্টা প্ৰশ্ন করেন তখন উনি বলেন, সুপ্রিম কোর্টে বিস্বাস আছে বলেই তো ভুল সিদ্ধান্তকে মেনে নিয়েছি। তসলিম রাহমানী আরো বলেন, আদালতে বিশ্বাস আছে তাই ভুল রায়ের জন্য অপেক্ষা করেছিলাম।

প্রসঙ্গত সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া (SDPI) এর বিরুদ্ধে আগেও এমন উস্কানি ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠে এসেছে। এমনকি ব্যাঙ্গালুরু দাঙ্গাতেও SDPI এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছিল। ব্যাঙ্গালুরু দাঙ্গায় হিংসাকে উস্কানি দেওয়ার জন্য SDPI নেতাকে NIA গ্রেফতার করেছিল।

The post ১০০০ বছর লাগলেও বাবরি মসজিদ ওখানেই হবে: তসলিম রাহমানী, SDPI নেতা first appeared on India Rag .



from India Rag https://ift.tt/33lHFFD
Bengali News
 

Start typing and press Enter to search