কলকাতাঃ বিজেপির রাষ্ট্রীয় মহাসচিব কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya) মমতা ব্যানার্জীর (Mamata Banerjee) সরকারের উপর বড়সড় আক্রমণ করে বসলেন। উনি বলেন, মমতা ব্যানার্জীর সরকার বাংলাদেশ (Bangladesh) থেকে শুটার ভাড়া করে এনে আমাদের নেতা, কর্মীদের মারছে। উনি বলেন, এটা শুধু অভিযোগই না আমার কাছে প্রমাণও আছে। বিজেপি নেতা বলেন, এই মামলার সিবিআই তদন্ত হলে সমস্ত প্রমাণ পেয়ে যাবেন।
বিজয়বর্গীয় বলেন, ‘মমতা সরকার বাংলাদেশ থেকে শুটার ভাড়া করে এনে আমাদের নেতা, কর্মীদের মারছে। মমতার সরকার শুটার ডেকে আরও বড় হামলা করতে পারে। মমতা ব্যানার্জী কোভিড ১৯ এর সময় প্রধানমন্ত্রী দ্বারা পাঠানো রেশন খেয়ে নিয়েছেন। তৃণমূলের নেতা, কর্মীরা নিজেদের মধ্যে গণ্ডগোল পাকায়, বোমা ছোড়ে। মমতার সরকার অন্দর থেকে দুই গোষ্ঠীতে ভাগ হয়ে গিয়েছে।
বিজয়বর্গীয় মমতা সরকারের বিরুদ্ধে রাজ্যের বিরোধী বিশেষ করে বিজেপির নেতা, কর্মীদের মারার জন্য বাংলাদেশ থেকে শুটার আনার অভিযোগ করেছেন। এছাড়াও গত ৮ই অক্টোবর বিজেপি নবান্ন অভিযানে প্রদর্শনকারীদের উপর রাজ্য সরকার দ্বারা রাসায়নিক জলকামান ছোড়ার অভিযোগ করা হয়েছে। বিজয়বর্গীয় জানান, এই রাসায়নিক যুক্ত জলের কারণে আমাদের অনেক কর্মী অচৈতন্য হয়ে যান।
জানিয়ে দিই, গত বৃহস্পতিবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিল বিজেপি। এখন অভিযোগ উঠেছে, মিছিল আটকাতে ব্যবহৃত জল কামানের রাসায়নিকে মেশানো হয়েছিল করোনা ভাইরাশের জীবাণু (COVID-19)। যার জন্য বর্তমানে বহু বিজেপি কর্মী করোনা আক্রান্ত হয়ে পড়েছেন।
বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল, সেদিনের নবান্ন অভিযানে পুলিশ বর্বরোচিত নির্যাতন করেছে বিজেপি কর্মীদের উপর। মিছিল আটকাতে জায়গায় জায়গায় কাঁদানে গ্যাস, লাঠিচার্জ এমনকি জল কামানও ব্যবহার করা হয়। বিজেপির তরফ থেকে অভিযোগ এসেছে, এই জলকামানে রাসায়নিক কেমিকেল ব্যবহার করাও হয়েছিল। কিন্তু তাদের অভিযোগ অস্বীকার করেছে নবান্ন।
The post বাংলাদেশ থেকে ভাড়া করে শুটার আনছে মমতা সরকার! আমার কাছে সমস্ত প্রমাণ আছেঃ কৈলাস বিজয়বর্গীয় first appeared on India Rag .
from India Rag https://ift.tt/33X5AeQ
Bengali News