টিটাগড়ঃ একেতেই বিজেপি (Bharatiya Janata party) নেতা মণীশ শুক্ল কাণ্ডে টিটাগড়ে (Titagarh) চলছে রাজনৈতিক তরজা। আর এরমধ্যে এলো বড় দুঃসংবাদ। পুজোর আগেই বন্ধ হয়ে গেল টিটাগড়ের সানবিম জুটমিল (sunbeam jute mill)। আচমকাই জুটমিল বন্ধ হওয়ার কারণে কর্মহীন হলেন প্রায় ১ হাজার ৫০০ শ্রমিক। পুজোর আগে এই মর্মান্তিক সিদ্ধান্তে চরম সমস্যার সন্মুখিন শমিকের পরিবারের। এই ঘটনার প্রতিবাদে জুটমিলের শ্রমিকেরা আজ বিটি রোড অবরোধ করেছেন।
বকেয়া বেতন আর বোনাস নিয়ে বেশ কিছুদিন ধরেই আন্দোলন চলছিল টিটাগড়ের সানবিম জুটমিলে। আর সেই আন্দোলনের মাঝে এই চূড়ান্ত সিদ্ধান্তে চরম সমস্যার সন্মুখিন শ্রমিকেরা। আজ সকালে জুটমিলে কাজ করতে গিয়ে শ্রমিকেরা দেখেন যে গেটে তালা ঝুলছে। এরপরই সকাল ৬ টা থেকে টিটাগড়ে বিটি রোড অবরুদ্ধ করেন শ্রমিকেরা। জুটমিল কর্তৃপক্ষের এই নিয়ে এখনো কোনও প্রতিক্রিয়া মেলেনি।
The post সাত সকালে তালা ঝুলল টিটাগড়ের জুট মিলে! পুজোর আগে কর্মহীন হাজার হাজার শ্রমিক first appeared on India Rag .
from India Rag https://ift.tt/31aDDOV
Bengali News