পাকিস্তানের পেশোয়ারে একটা মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। মাদ্রাসায় বিস্ফোরণের দরুন ৭ জন নিহত হয়েছে এবং ৭২ আহত হয়েছে। পেশোয়ারে নিহত ও আহতদের মধ্যে বেশিরভাগই বাচ্চা বলে জানা গেছে। প্রাপ্ত খবর অনুযায়ী, এই বোমা বিস্ফোরণের জন্য ৫ কেজি আইডি ব্যাবহার করা হয়েছিল।
ঘটনার পর পুলিশ তল্লাশি অভিযান শুরু করেছে এবং এলাকাকে পুরোপুরি ঘিরে ফেলা হয়েছে। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। যখন এই বিস্ফোরণ হয় তখন মাদ্রসার ভেতর কোরআন পড়ানো হচ্ছিল। কেউ বিস্ফোরককে মাদ্রসার ভেতরে রেখে দেয়।
#Peshawar Explosion: First visuals indicate blast took place inside the Madrassa. 19 children injured. 15 taken to Lady Reading Hospital. pic.twitter.com/hFwqbLfQe2
— Mansoor Ali Khan (@_Mansoor_Ali) October 27, 2020
https://platform.twitter.com/widgets.js
মাদ্রাসায় পড়া বাচ্চাদের সাথে সাথে বেশকিছু শিক্ষকও আহত হয়েছেন। লেডি রিডিং হাসপাতালে আহত ও নিহতদের এনে রাখা হয়েছে। জানিয়ে দি, পাকিস্তানে এখন গৃহ যুদ্ধের মতো পরিস্থিতি উৎপন্ন হয়েছে। মাত্র কয়েক দিন আগে পাকিস্তানের এক স্থানে সেনা সাথে পুলিশের রক্তাক্ত সংঘর্ষ হয়েছিল। কয়েক সপ্তাহ আগে খাইবার পাখতুনখোশি নওশেরার আকবরপুরায় বোমা বিস্ফোরণের দরুন ৫ জন নিহত হয়েছিল এবং ২ জন গুরুতর আহত হয়েছিল।
The Lady Reading Hospital in Peshawar says over 50 injured and 5 bodies have been brought to the hospital.
Police suspect the bomb in a school bag however, investigators are looking into the matter. The view from the madrassa looks like a blood bath. https://t.co/TjoJK5VK9s— Iftikhar Firdous (@IftikharFirdous) October 27, 2020
https://platform.twitter.com/widgets.js
মাদ্রাসায় যখন বিস্ফোরণ হয়েছিল তখন সেখানে ৪০-৫০ জন বাচ্চা ছিল। সকাল ৮ টের সময় কেউ অজ্ঞাত পরিচয়ের ব্যাক্তি এসে মাদ্রাসায় বিস্ফোরক রেখে দেয়। মাদ্রসায় যে ৭২ জন আহত হয়েছে তার মধ্যে ৫০ জন বাচ্চা। খাইবার পাখতুনখুয়ার মুখ্যমন্ত্রী মাহমুদ খান ঘটনার উপর দুঃখ প্রকাশ করেছেন।
The post পেশোয়ার: মাদ্রাসায় কোরআন পড়ানোর সময় বোমা বিস্ফোরণ! নিহত ৭, আহত ৭২ জন first appeared on India Rag .
from India Rag https://ift.tt/37Mreob
Bengali News