-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

নিকিতা তোমার হত্যাকাণ্ড: মুসলিম মেয়ে হলে এতক্ষণে প্রশাসন জড়ো হয়ে যেত, বললেন নিকিতার ভাই

- October 27, 2020

দিল্লীর সংলগ্ন হরিয়ানার বল্লভগড়ে এক যুবতীর সাথে যা হয়েছে তা পুরো সমাজকে ভাবতে বাধ্য করেছে। নিকিতা তোমর নামে এক যুবতীকে মহম্মদ তৌফিক নামের যুবক গুলি করে হত্যা করেছে। নিকিতা তোমার বি. কম ফাইনাল বর্ষের ছাত্রী। মৃতার পরিবারের তরফে জানানো হয়েছে, ২০১৮ সাল থেকে মহম্মদ তৌফিক নিকিতাকে জ্বালাতন করতো।

মহম্মদ তৌফিক চেয়েছিল নিকিতার ধৰ্ম পরিবর্তন করে নিকাহ করতে। হিন্দু যুবতী নিকিতা তৌফিকের প্রস্তাবে রাজি হয়নি। যারপর সে গুলি চালিয়ে নিকিতাকে হত্যা করে। CCTV ফুটেজে পুরো হত্যাকাণ্ডের ঘটনাটি ধরা পড়েছে। এখন প্রাপ্ত খবর অনুযায়ী, মূল অভিযুক্ত মহম্মদ তৌফিক ও রেবানকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে তৌফিকের ফাঁসির দাবিতে বল্লভগড়-সোহনা সড়কে ধর্ণায় বসেছে।

দেশের রাজধানী দিল্লী থেকে ৬৩ কিমি দূরে হওয়া এই হত্যাকাণ্ডের সময় নিকিতার সাথে তার বান্ধবী ছিল। নিকিতার বান্ধবী নিকিতাকে বাঁচানোর চেষ্টা করেছিল। তবে ২ জন কট্টরপন্থী গাড়িতে এসে অপরাধকে সম্পন্ন করে। নিকিতা তোমরের দাদা অভিযোগ তুলেছেন যে তার বোনকে তৌফিক এর আগে অপহরন করার চেষ্টা করেছিল। কিন্তু পুলিশকে অভিযোগ জানানোর পরেও কোনো তদন্ত হয়নি।

https://platform.twitter.com/widgets.js

নিকিতার মা বলেছেন, যতক্ষন না দোষীদের শাস্তি হচ্ছে ততক্ষণ তিনি ধর্না থেকে উঠবেন না। নিকিতার দাদা বলেছেন, যেভাবে তার বোনকে দৌড়িয়ে দৌড়িয়ে গুলি মারা হয়েছে সেইভাবে অপরাধীকে এনকাউন্টার করা হোক যাতে আর কেউ এমন কাজ করার সাহস না পায়।উনি প্রশাসনের উপর আক্রোশ প্ৰকাশ করে বলেন, হিন্দুদের মেয়ে হলে যে যা ইচ্ছা করবে আর মুসলিমদের মেয়ে হলে এতক্ষনে প্রশাসন জড়ো হয়ে যেত। নিকিতার পরিবার পরিজনরা বলেছেন যদি প্রশাসন একশন না নেয় তাহলে আমরা হাতে অস্ত্র তুলে নেব।

The post নিকিতা তোমার হত্যাকাণ্ড: মুসলিম মেয়ে হলে এতক্ষণে প্রশাসন জড়ো হয়ে যেত, বললেন নিকিতার ভাই first appeared on India Rag .



from India Rag https://ift.tt/35zcK8C
Bengali News
 

Start typing and press Enter to search