অহিংসার প্রতীক হিসেবে পরিচিত মোহনদাস করমচাঁদ গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে দেশজুড়ে মানুষজন উনার প্রতি শ্রদ্ধাঞ্জলি দিচ্ছেন। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ গান্ধী জয়ন্তী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেছেন। গান্ধী জয়ন্তী উপলক্ষে রাষ্ট্রপতি কোবিন্দ বলেছেন, উনার সত্য, অহিংসা,প্রেম বিশ্বকে নতুন পরিবেশ দিতে সক্ষম।
প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “২ অক্টোবর আমাদের জনন পবিত্র ও প্রেরণাদায়ক দিবস। পূজ্য বাপুর বিচার আজকের দিনে দাঁড়িয়ে সমাজের জন্য অত্যন্ত জরুরি। গান্ধীজি বলতেন যে উনার পুরো জীবন সমাজের উদ্দেশে একটা গুরুত্বপূর্ণ বার্তা।” নরেন্দ্র মোদী আরো বলেন, গান্ধীজি আত্মনির্ভর আত্মবিশ্বাস ভারতের স্বপ্ন দেখতেন।”
#नाथूराम_गोडसे_जिंदाबाद Till my last breathe I will respect you – coz without u I and entire hindu bengali community wouldn't have survived, whole Bengal under then CM suhrawardy with gandi's help planned to merge all bengal to east pakistan after great calcutta killing 1946!
pic.twitter.com/A8xOSVJdZR
— Adri chatterjee (@RoyalBengalAdri) October 2, 2020
https://platform.twitter.com/widgets.js
তবে দেশের বড়ো বড়ো ব্যক্তিত্বরা যখন গান্ধী জয়ন্তী উপলক্ষে কথা বলছেন তখন সোশ্যাল মিডিয়ায় নাথুরাম গডসে জিন্দাবাদের ঝড় উঠেছে। জানিয়ে দি নাথুরাম গডসে গান্ধীকে গুলি করে হত্যা করেছিলেন বলে অভিযোগ রয়েছে। এখন গান্ধী জয়ন্তীতে তাকে গুলি করা নাথুরাম গডসের নামেই জয়ধ্বনি দিতে দেখা মিলছে সোশ্যাল মিডিয়ায়। এখনও অবধি টুইটারে গডসে জিন্দাবাদ লিখে ৫০ হাজারেরও বেশি টুইট করা হয়েছে।
Gandhi had remarked that Hindus must quit Noakhali or face death. The New York Times ran a headline, “Quit Noakhali Or Die, Gandhi Warns Hindus but not Muslim"#नाथूराम_गोडसे_जिंदाबाद pic.twitter.com/ZZZOLWPZTN
— Lingwal (@lingwal1984) October 2, 2020
https://platform.twitter.com/widgets.js
টুইটারে নাথুরাম গডসে জিন্দাবাদ লেখা ট্রেন্ডিং লিস্টে চলে এসেছে। এক সোশ্যাল মিডিয়ায় ব্যাবহারকারী লিখেছেন, “আমি শেষ নিশ্বাস অবধি আপনাকে শ্রদ্ধা করবো। কারণ আপনি ছাড়া আমি এবং পুরো বাঙালি হিন্দু সমাজ টিকে থাকতে পারতো না। সুরাবর্দীকর গান্ধী সাহায্য করেছিল পশ্চিমবঙ্গকে পূর্ব পাকিস্তানে যুক্ত করতে ষড়যন্ত্র করেছিল।”
আরেক জন সোশ্যাল মিডিয়া ব্যাবহারকারী লিখেছেন, এটা দেখে খারাপ লাগছে যে গান্ধীজীর জয়ন্তীতে নাথুরাম গডসে জিন্দাবাদ লিখে টুইটারে ট্রেন্ডিং করানো হচ্ছে।
The post গান্ধী জয়ন্তীতে টুইটারে ট্রেন্ডিং হলো ‘নাথুরাম গডসে জিন্দাবাদ’! ৫০ হাজারেরও বেশি লোকজন করেছেন টুইট first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3jo837k
Bengali News