আগরতলাঃ ভারতে সবজি, ফল থেকে শুরু করে অনেক প্রজাতির খাদ্য শস্য উৎপন্ন করা হয়। দেশে অনেক প্রকারের ধানও উৎপন্ন করা হয়। আর এরমধ্যে ত্রিপুরায় (Tripura) এখন বাম্বু রাইস (Bamboo rice) উৎপাদন করা হচ্ছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব (Biplab Kumar deb) এই বাম্বু রাইস লঞ্চ করলেন। এর সাথে সাথে তিনি রাম্বু রাইস খাওয়ার উপকারিতা গুলোও ভাগ করে নেন।
Glad to announce that Tripura successfully produced 'Bamboo rice'.
Launched 'Tripura Bamboo Rice' last evening.
Bamboo rice has more protein than normal rice and wheat. It helps to reduce joint pain, back pain and other pain. It also contains anti diabetic elements. pic.twitter.com/ZZs2NA9DYY— Biplab Kumar Deb (@BjpBiplab) October 6, 2020
https://platform.twitter.com/widgets.js
মুখ্যমন্ত্রী বিপ্লব দেব অনুযায়ী, এই বাম্বু রাইসে অন্য চাল আর গমের তুলনায় অনেক বেশি প্রোটিন থাকে। উনি বলেন এই বাম্বু রাইস খেলে গাঁটের ব্যাথা, ব্যাক পেইন সমেত অনেক রকমের শারীরিক সমস্যা দূর হবে। মুখ্যমন্ত্রী জানান, এই বাম্বু রাইসে মধুমেহরোধী প্রোটিনও আছে।
মুখ্যমন্ত্রী জানান, এই বাম্বু রাইস খেলে কোলেস্টেরলের সমস্ত সমস্যা দূর হবে। গরভবতি মহিলাদের জন্য বাম্বু রাইস ভিটামিনের ভাণ্ডার। বাম্বু বিস্কুটের পর এবার বাম্বু রাইস ত্রিপুরার যুবকদের আত্মনির্ভর বানানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন কোর্টে চলেছে।
Thanks to Tripura Bamboo Mission for this effort. Our government is committed to fulfill Prime Minister Shri @narendramodi ji's vision of doubling farmer's income by 2022. pic.twitter.com/nTdbIhu19N
— Biplab Kumar Deb (@BjpBiplab) October 6, 2020
https://platform.twitter.com/widgets.js
মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলে, ত্রিপুরা বাম্বু মিশনকে এই প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানাই। আমাদের সরকার ২০২২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য প্রতিবদ্ধ হয়েছে।
The post বাঁশের বীজ থেকে উৎপন্ন বাম্বু রাইস লঞ্চ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী, রাজ্যের যুবকদের আত্মনির্ভর করতে নেবে গুরুত্বপূর্ণ ভূমিকা first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3jBAqin
Bengali News