নয়া দিল্লীঃ হাথরস মামলায় উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) সরকার সুপ্রিম কোর্টে (Supreme Court) হলফনামা দাখিল করেছে। ওই হলফনামায় উত্তর প্রদেশ সরকার বিরোধীদের উপর জাতীয় দাঙ্গা ছড়ানোর অভিযোগ করেছে। উত্তর প্রদেশ সরকারের হলফনামায় দাবি করা হয়েছে যে, পরিবারের সম্মতির পর আর কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে রাতের অন্ধকারে নির্যাতিতার দেহ সৎকার করা হয়েছে।
নিজেদের হলফনামায় যোগী সরকার অযোধ্যা-বাবরি মামলার কারণ জানিয়ে বলেছে, জেলাকে হাই অ্যালার্টে রাখা হয়েছিল। করোনার কারণে ভিড় জড় হওয়ারও কারণ দেখানো হয়েছে। উত্তর প্রদেশ সরকারর জানায়, অযোধ্যা বাবরি মামলার সংবেদশীলতা আর করোনার কারণে পরিবারের সম্মতির পরই রাতের অন্ধকারে নির্যাতিতার দেহ সৎকার করা হয়।
The post কেন রাতের অন্ধকারে পোড়ানো হয়েছিল দেহ? সুপ্রিম কোর্টে কারণ জানাল যোগী সরকার first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3d0vPUD
Bengali News