-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

লক্ষ লক্ষ টাকা খরচ করে হায়দ্রাবাদে গরিব অসহায় মানুষদের পেট ভরাচ্ছে এই হিন্দু যুবক

- October 01, 2020

হায়দ্রাবাদঃ করোনা ভাইরাসের সংক্রমণ গোটা বিশ্বে অনেক বদল এনেছে। এই ভাইরাসের কারণে অনেক মানুষকেই কাজ ছাড়া হতে হয়েছে। আর এই কারণে বেশীরভাগ মানুষ ব্যাপক খাদ্য সঙ্কটে ভুগছে। যদিও এই সঙ্কটের সামনে কিছু কিছু মানুষ গরিবদের জন্য দেবদূত হয়ে উঠে এসেছেন। এদের মধ্যেই একজন হলে হায়দ্রাবাদের বাসিন্দা রামু ডোসাপটি (Ramu Dosapati)। তিনি গরিবদের জন্য রাইস এটিএম (Rice ATM) চালান। এই এটিএম গরিব আর অসহায়দের সমস্ত জরুরী সামগ্রী উপলব্ধ করায়।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, রামু ডোসাপটির রাইস এটিএম দিনে ২৪ ঘণ্টাই চলে। গরিব আর অসহায়রা এই এটিএমের মাধ্যমে সমস্ত জরুরী সামগ্রী পেয়ে যায়। কোনও গরিব অসহায় মানুষের কাছে যদি খাবারের জন্য কিছু না থাকে, তাহলে তাঁরা রামুর বাড়িতে গিয়েও খাদ্য সামগ্রী নিয়ে আসতে পারে। লকডাউন থেকেই রামু মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়ার কাজ করে চলেছে। সে টানা ১৭০ দিন ধরে এই কাজ করে আসছে। আর এখন রামুকে অনেকেই এই কাজের জন্য সাহাজ্য করছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, রামু এখনো পর্যন্ত পাঁচ লক্ষ টাকা খরচ করে প্রায় ১৫ হাজার মানুষের সাহাজ্য করেছেন। রামু গ্র্যাজুয়েশন কমপ্লিট  করেছে আর একটি সফটওয়্যার ফার্মে এইচআর ম্যানেজার। রামু একটি সিকিউরিটি গার্ডের কাছ থেকে এই কাজ করার অনুপ্রেরণা পেয়েছে। ওই সিকিউরিটি গার্ডকে মানুষের সাহাজ্য করতে দেখে রামু এই কাজ করা শুরু করে।

The post লক্ষ লক্ষ টাকা খরচ করে হায়দ্রাবাদে গরিব অসহায় মানুষদের পেট ভরাচ্ছে এই হিন্দু যুবক first appeared on India Rag .



from India Rag https://ift.tt/2HMYBfT
Bengali News
 

Start typing and press Enter to search