নভেম্বর মাস থেকে আসাম সরকার রাজ্যে সরকারি মাদ্রাসা বন্ধ করার সিধান্ত নিয়েছে। অসমের শিক্ষামন্ত্রী বলেছেন, সরকারি টাকায় কোরআন পোড়ানো যাবে না। দেশের বেশিরভাগ রাজ্যে সংখ্যালঘু উন্নয়নের নামে প্রতি বছর বেশি বেশি পরিমান অর্থ মাদ্রাসায় ঢেলে দিচ্ছে। এই সময় অসম সরকারে একটু অন্য ধরণের সিধান্ত নেওয়ায়, বিষয়টির উপর চর্চা তীব্র হচ্ছে। অসম সরকারের সিধান্তকে এখন দেশজুড়ে স্বাগত জানানো হচ্ছে।
শিয়া ওয়াকফ বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান ওয়াসিম রিজভী অসম সরকারের সিধান্তকে স্বাগত জানিয়েছেন। ওয়াসিম রিজভী বলেছেন, মাদ্রাসা পুরোপুরি বন্ধ হওয়া দরকার এবং সেগুলিকে স্কুলে কনভার্ট করে দেওয়া উচিত। সব ধর্মের সন্মান হওয়া উচিত।
একইসাথে উনি অভিযোগ তোলেন যে মাদ্রাসায় জনগনের নয়, আত’ঙ্কবাদীরা টাকা লাগায়। যদি মাদ্রাসায় ইসলামিক তালিমের নামে পড়ানো হয় যে আল্লাহকে মানলে কাফের। তাহলে এই সকল পড়ার পর কেমন যুবক যুবতী তৈরি হবে? এই কারণে মাদ্রসার তালিমকে বন্ধ করে স্কুলের তালিম চালু করার প্ৰয়োজন রয়েছে।
It is a good step. Every religion should be respected and all Madrassas should be shut: Wasim Rizvi, Shia Waqf Board Chief. | #BJPMadrassaConversion pic.twitter.com/r5ujhnrxbE
— TIMES NOW (@TimesNow) October 14, 2020
https://platform.twitter.com/widgets.js
উনি আরো বলেন, মাদ্রাসার মাধ্যমে কট্ট’রপন্থী মানসিকতা, ইসলামের ভুল প্রচার, ঘৃ’ণা ছড়ানোর কাজ হয়। মাদ্রাসা বন্ধ না হলে এগুলো বন্ধ হবে না। ওয়াসিম রিজভী প্রশ্ন তুলে বলেন, মাদ্রাসার সিলেবাস দোকানে কেন পাওয়া যায় না। এক ধর্মের ছেলে মেয়েকে কি গোপন জিনিস পড়ানো হচ্ছে?
The post বন্ধ হোক সমস্ত মাদ্রসা, তবেই শেষ হবে অন্য ধর্মের প্রতি ঘৃ’ণা: ওয়াসিম রিজভি first appeared on India Rag .
from India Rag https://ift.tt/351Xfpg
Bengali News