-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

ভারতের প্রধানমন্ত্রীদের জন্য বিশ্বের সবথেকে সুরক্ষিত বিমান আজ আসছে দেশে

- October 01, 2020

নয়া দিল্লীঃ ভারতের প্রধানমন্ত্রীর ( (Prime Minister Of India) জন্য বিশেষ Boeing 777-300ER বিমান আজ ভারতের মাটিতে নামবে।  আমেরিকার রাষ্ট্রপতি এয়ারফোর্স ওয়ানের মতো ক্ষমতাযুক্ত এই বিমানের অনেক বিশেষত্ব আছে। এই বিমানের সবথেকে বড় বিষয় হল, এই বিমানে কোনও মিসাইল কাজ করবে না। জানিয়ে দিই, দীর্ঘ দূরত্ব নির্ধারণ করা Boeing 777-300ER বিমান এয়ার ইন্ডিয়ার বদলে ভারতীয় বায়ুসেনার হাতে থাকবে।

front-side view of a Boeing 777-300er

ভারতে একসাথে দুটি Boeing 777-300ER বিমান আসছে। একটার ব্যবহার ভারতের প্রধানমন্ত্রীরা করবেন, আরেকটির ব্যবহার ভারতের রাষ্ট্রপতি আর উপ রাষ্ট্রপতিরা করবেন। এখনো পর্যন্ত এনারা এয়ার ইন্ডিয়ার ৭৪৭ বিমান ব্যবহার করতেন। শোনা যাচ্ছে যে, সুরক্ষার দিক থেকে এই বিমান আমেরিকার রাষ্ট্রপতির বিমানের মতোই সুরক্ষিত। এই বিমানের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, একবার ইন্ধন ভরলেই ভারত থেকে আমেরিকা না থেমেই যাওয়া যাবে।

Boeing 777-300ER পুরোপুরি আমেরিকার রাষ্ট্রপতির বিমানের কার্বন কপির মতো। আমেরিকার রাষ্ট্রপতির এই বিমান এয়ারফর্স ওয়ান ৩৫ হাজার ফুট উচ্চতায় ১ হাজার ১৩ কিমি গতিতে উড়তে পারবে। আর একবার জ্বালানী ভরলে ৬ হাজার ৮০০ মাইলের দূরত্ব নির্ধারণ করতে পারবে। এই বিমান অধিকতম ৪৫ হাজার ১০০ ফুট উচ্চতায় উড়তে পারবে।

এখনো পর্যন্ত দেশের প্রধানমন্ত্রীর বিমান ওড়ানোর দায়িত্ব এয়ার ইন্ডিয়ার পাশে ছিল। কিন্তু এই নতুন বিমান এয়ার ফোর্সের পাইলটরা ওড়াবেন। দুটি বিমানের দাম প্রায় ৮ হাজার ৪৫৮ কোটি টাকা। এই বিমানের সুরক্ষাই, এটিকে অন্য বিমানের থেকে আলাদা বানায়। এই বিমানকে কোনও মিসাইলই ক্ষতি করতে পারবে না। আর আকাশেই এই বিমানের জ্বালানী ভরা যাবে।

The post ভারতের প্রধানমন্ত্রীদের জন্য বিশ্বের সবথেকে সুরক্ষিত বিমান আজ আসছে দেশে first appeared on India Rag .



from India Rag https://ift.tt/3idjCNi
Bengali News
 

Start typing and press Enter to search