-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

ভারতের কাছে বিশ্বের সিংহভাগ ভ্যাকসিন নির্মাণের ক্ষমতা আছে, আমরাও ওদের থেকে সাহায্য নেবোঃ রাশিয়া

- September 04, 2020


নয়া দিল্লীঃ রাশিয়া (Russia) ভ্যাকসিন প্রোডাকশনের (Vaccine Production) জন্য ভারতের (India) প্রশংসা করেছে। রাশিয়ান ডায়রেক্টর ইনভেস্টমেন্ট ফান্ড (Russian Direct Investment Fund) এর সিইও কিরিল দিমিত্রিভ (Kirill Dmitriev) বলেন, গোটা বিশ্বের ভ্যাকসিনের ৬০ শতাংশ (60% of all vaccines in the world) ভারত উৎপন্ন করে। আমরা আমাদের ভ্যাকসিন স্পুটনিক ৫ (Sputnik V vaccine) এর জন্য ভারতের মন্ত্রালয়ের সাথে যোগাযোগে আছি।

https://platform.twitter.com/widgets.js

উনি বলেন, আমরা ভ্যাকসিন প্রোডাকশনে ভারতের দক্ষতা আরও ক্ষমতাকে বুঝি, ভারত ভ্যাকসিনের নির্মাণ শুধু নিজের দেশের মানুষের জন্যই না, গোটা বিশ্বের জন্য করতে পারে। আমরা ভারতে কয়েকটি ভ্যাকসিন নির্মাতা কোম্পানির সাথে চুক্তির পথে আছি।

https://platform.twitter.com/widgets.js

উল্লেখ্য, রাশিয়া গত মাসের ১০ আগস্ট করোনা ভ্যাকসিনের ঘোষণা করেছিল। গোটা বিশ্ব জারি ভ্যাকসিনের খোঁজের মধ্যে রাশিয়ার এই ঘোষণা নিয়ে বিশেষজ্ঞরা চিন্তা জাহির করেছিল। বিশ্ব স্বাস্থ্য সংগঠনও রাশিয়ার এই ভ্যাকসিন নিয়ে চিন্তা জাহির করেছিল। বিশেষজ্ঞদের মতে রাশিয়া এই ভ্যাকসিনের পর্যাপ্ত ট্রায়াল করেছিল না আর তাড়াতাড়িতে ঘোষণা করা এই ভ্যাকসিন মানুষের জন্য আরও বিপদ আনতে পারে। রাষ্ট্রপতি পুতিন এও বলেছিলেন যে, এই ভ্যাকসিনের প্রথম ডোজ ওনার মেয়ের শরীরে দেওয়া হয়েছে।

The post ভারতের কাছে বিশ্বের সিংহভাগ ভ্যাকসিন নির্মাণের ক্ষমতা আছে, আমরাও ওদের থেকে সাহায্য নেবোঃ রাশিয়া first appeared on India Rag.

The post ভারতের কাছে বিশ্বের সিংহভাগ ভ্যাকসিন নির্মাণের ক্ষমতা আছে, আমরাও ওদের থেকে সাহায্য নেবোঃ রাশিয়া first appeared on India Rag .



from India Rag https://ift.tt/3lPIE81
Bengali News
 

Start typing and press Enter to search