সুরক্ষামন্ত্রী রাজনাথ সিং রুশ সফরে রয়েছেন। রাজনাথ সিং এর রাশিয়া সফরের আগে প্রধানমন্ত্রী মোদী রাষ্ট্রপতি পুতিনের সাথে ফোনে কথা বলেছেন। মস্কোতে রাজনাথ সিংয়কে দারুনভাবে স্বাগত জানানো হয়েছে। সেখানের রক্ষামন্ত্রীর সাথে রাজনাথ সিং এর লম্বা সময় ধরে মিটিং হয়েছে। মোদী সরকার কূটনৈতিক স্তরে যে শক্তি ঝুঁকে দিয়েছে তার প্রভাব দেখা দিতেও শুরু হয়েছে।
ভারতকে যদি দু ফ্রন্টে সামাল দিতে হয় তাহলে যা যা করণীয় তা সরকার নিজের স্তরে করতে শুরু করে দিয়েছে। খবর পাওয়া যাচ্ছে, রুশ ভারতকে কথা দিয়েছে যে তারা পাকিস্তানকে যুদ্ধের কোনো সরঞ্জাম সাপ্লাই দেবে না। মিসাইল, লঞ্চার, গুলি, রাইফেল, মিলিটারী ভেহিকেল, লড়াকু বিমান ইত্যাদি কোনোকিছুই রাশিয়া পাকিস্তানকে সরবরাহ করবে না বলে জানিয়েছে।
Russia reiterates it won’t supply arms to Pakistan.
Jai Hind.
Kudos to PM @narendramodi's diplomacy.#ModiHaiToMumkinHai
— khemchand sharma (@SharmaKhemchand) September 3, 2020
https://platform.twitter.com/widgets.js
ভারতের সাথে এখন চীনের উত্তেজনা চরমে আছে। ভারতীয় সেনা চীনের চাল চীনের উপর প্রয়োগ করে দিয়েছে। ভারতীয় সেনা চীনের সীমানায় ঢুকে ভারতের কিছু এলাকা পুনর্দখল করেছে। এখন চীন সরকার পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে কাজে লাগাতে পারে বলে মনে করা হচ্ছে। জানিয়ে দি, পাকিস্তান চীনকে প্রভু মনে করে। তাই চীনের নির্দেশ সহজে পাকিস্তান অমান্যও করে না।
Sources on Def min @rajnathsingh & Sergey Shoigu bilateral meet
Russia reiterates it’s policy of NO arms supply to Pakistan , following India’s request
Russia assures to stand by India’s security interests— Vikas Bhadauria (ABP News) (@vikasbha) September 4, 2020
https://platform.twitter.com/widgets.js
পাকিস্তান ভারতের সীমান্তে উপদ্রব করতে রুশ থেকে অস্ত্র শস্ত্র নিতে পারতো। যা ভারত সরকার নিজের কূটনৈতিক শক্তি প্রয়োগ করে আটকে দিয়েছে। এখন পাকিস্তান একমাত্র চীনের থেকে অস্ত্র নিয়ে ভারতের বিরুদ্ধে উপদ্রব করতে পারে। তবে চীনের সেনারা নিজেরাই নিজেদের অস্ত্রকে সঠিকভাবে বিশ্বাস করতে পারে না। যা ভারতের দৃষ্টিকোন থেকে একটা পজেটিভ দিক।
The post চীনের প্ল্যান ভেস্তে দিল মোদী সরকারের কূটনীতি!পাকিস্তানকে কোনো অস্ত্র সরবরাহ করবে না রুশ first appeared on India Rag.
The post চীনের প্ল্যান ভেস্তে দিল মোদী সরকারের কূটনীতি!পাকিস্তানকে কোনো অস্ত্র সরবরাহ করবে না রুশ first appeared on India Rag .
from India Rag https://ift.tt/2QStO2z
Bengali News