সুশান্ত সিং রাজপুতের ঘটনা সামনে আসার পর থেকে বলিউডের একের পর এক তামাশা দেশের সামনে উঠে আসছে। তা সে পরিবারবাদ হোক বা গাংবাজ সবদিক থেকেই বলিউডের আসল চেহেরা প্রকাশ পেতে শুরু হয়েছে। নারকোটিক বিভাগের টার্গেটে এখন বলিউডের বড়ো বড়ো মুখ রয়েছে। রিয়া চক্রবর্তী ২৩ জনের নাম নারকোটিক বিভাগের কাছে উগরে দিয়েছে। যার ফলস্বরূপ বলিউডের অভিনেতা অভিনেত্রীদের ভেতর চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সুশান্ত সিং এর ঘটনা নিয়ে আগে থেকেই বলিউডের উপর দেশের মানুষের নজর রয়েছে। আর এখন ড্রাগস কান্ড নিয়ে তোলপাড় আরো তুঙ্গে পৌঁছেছে।
নারকোটিক বিভাগের টার্গেটে যে সমস্ত লোকজন রয়েছে তাদের মধ্যে বেশরিভাগ বলিউডের। এছাড়াও রাজনীতি ক্ষেত্রের লোকজনও থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। এই সমস্ত কারণের জন্য পুরো দেশের নজর বলিউডের কর্মকান্ডের দিকে এবং তদন্তের উপর রয়েছে।
এখন শোনা যাচ্ছে যে বলিউডের নামকরা অভিনেতা সালমান খানের পরিবারের সদস্যরা মুম্বাই ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন। সালমান খানের বোনের এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে উনাকে মুম্বাই ছেড়ে চলে যেতে দেখা যাচ্ছে। সালমান খানের বোন অর্পিতা খান শর্মা ছাড়াও, আরবাজ খানকে ভিডিওতে দেখা গেছে।
Salman Khan’s some family members have left mumbai today morning! pic.twitter.com/tm7m8B0Vks
— KRKBOXOFFICE (@KRKBoxOffice) September 12, 2020
https://platform.twitter.com/widgets.js
জানিয়ে দি, রিয়া চক্রবর্তীর সাথে সলমন খানের পরিবারের সম্পর্ক রয়েছে। যার ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর এখন মুম্বাই ছেড়ে যাওয়ার প্রসঙ্গ উঠতেই সলমনের পরিবারের উপর অনন্যা প্রশ্ন উঠছে। অনেকে প্রশ্ন তুলেছেন যে সালমানের পরিবার কি তাহলে দেশ ছাড়ার পরিকল্পনা করছেন। ভিডিও ভাইরাল হওয়ার পর অনেকে বিষয়টিকে নিয়ে জোর চর্চা শুরু করেছে এবং বলিউডের লোকজনের উপর কড়া নজরদারি রাখার দাবি করেছে।
The post মুম্বই ছেড়ে অন্যত্র যাচ্ছেন সলমন খানের পরিবারের কিছু সদস্য! গ্রেফতারের ভয়ে পলায়ন করছে বলে দাবি সোশ্যাল মিডিয়ায় first appeared on India Rag .
from India Rag https://ift.tt/3bSkIMO
Bengali News