করোনা মহামারির কারণে পুরো বিশ্বে স্তব্ধতার পরিবেশ সৃষ্টি হয়েছে। এর মধ্যে ভারত থেকে হাজার হাজার কিমি দূরে হিন্দু রাষ্ট্রের প্রতিষ্ঠার পর স্বামী নিত্যানন্দ (Nithyananda) এবার রিজার্ভ ব্যাঙ্ক অফ কৈলাশার উদ্বোধন ও নতুন মুদ্রার উদযাপনে মেতেছে। স্বামী নিত্যানন্দ এমন এক নেটওয়ার্ক স্থাপন করেছে আমেরিকা সহ পুরো বিশ্বের নানা প্রান্তে নিজের জাল ছড়িয়ে দিয়েছেন।
জানিয়ে দি, কৈলাশা সেই দেশের নাম স্বামী নিত্যানন্দ যেখানে নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেছেন। একইসাথে কৈলাশাকে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে। কৈলাশা তথা এই হিন্দু রাষ্ট্রের নাগরিকত্ব নেওয়ার জন্য নিত্যানন্দ সমগ্র বিশ্বের হিন্দুদের আহ্বান জানিয়েছেন।
কৈলাশা ভারত থেকে ১৭ হাজার কিমি দূরে অবস্থিত যেখানের নিজস্ব পতাকা, নিজস্ব সরকারি বিভাগ ইত্যাদি রয়েছে। কৈলাশা মূলত দক্ষিণ আমেরিকা মহাদ্বীপের কাছে অবস্থান করে যেখানে একটা পুরো দ্বীপকে নিত্যানন্দ কিনে নিয়েছেন এবং হিন্দু রাষ্ট্র ঘোষণা করেছেন।
Reserve Bank of Kailasa: Fugitive Nithyananda sets up his own bank, to unveil currency on August 22 | Catch the day's #news #updates here: https://t.co/K92SREWk6W pic.twitter.com/3VN3RJVws2
— Economic Times (@EconomicTimes) August 17, 2020
বাবা নিত্যানন্দ এর উপর বেশকিছু অপরাধমূলক অভিযোগও রয়েছে যার জেরে উনি ভারত দেশ ছেড়ে পলায়ন করেছেন বলে মনে করা হয়। যদিও নিত্যানন্দ এই ভক্তরা এই সমস্ত অভিযোগকে ষড়যন্ত্র বলে দাবি করেন। আর এখন কৈলাশার প্রধানমন্ত্রী নিত্যানন্দ গণেশ চতুর্থী উপলক্ষে রিজার্ভ ব্যাংক ও কৈলাশা এবং নতুন মুদ্রা লঞ্চ করে মিডিয়ার দৃষ্টি আকর্ষন করেছেন।
The post হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার পর এবার রিজার্ভ ব্যাঙ্ক অফ কৈলাশা ও নতুন মুদ্রা লঞ্চ করলেন স্বামী নিত্যানন্দ! first appeared on India Rag.
from India Rag https://ift.tt/2FL0UyV
Bengali News