-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

করোনা আর লকডাউনের সুযোগে পাকিস্তানে ভেঙে ফেলা হল দেশ ভাগের আগে তৈরি হিন্দু মন্দির

- August 22, 2020

নয়া দিল্লীঃ পাকিস্তানের (Pakistan) সিন্ধু প্রান্তে পুলিশ সোমবার এক নির্মাণস্থলকে সিল করে দেয়। সেখানে দেশ ভাগের পূর্বে থাকা একটি হিন্দু মন্দিরকে (Hindu Mandir) তথাকথিত ভাবে ভেঙে ফেলেছিল বিল্ডার। এই ঘটনার প্রতিবাদে সংখ্যালঘু হিন্দুরা ল্যারির ফিদা হুসেইন শেখ রোডে নেমে বিক্ষোভ দেখাতে থাকে।

এরপর ল্যারির সহকারি পুলিশ কমিশনা আবদুল করীম পুলিশের সাথে ঘটনাস্থলে পৌঁছান আর মন্দিরের নিরীক্ষণের পর নির্মাণাধীন স্থলের তিনটি দরজা সিল করে দেন। সেখানে মন্দির ভেঙে একটি আবাসিয় ভবন বানানো হচ্ছিল। নির্মাণাধীন এলাকা সিল করার পর উনি বলেন, আমরা তদন্ত শুরু করেছি। আর তদন্তের কারণে নির্মাণাধীন স্থলকে সিল করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা মোহম্মদ ইরশাদ বালুচ বলেন, ‘অন্যায় ভাবে বহু প্রাচীন মন্দিরকে ভেঙে ফেলা হয়েছে। আমরা এই মন্দিরটি ছোট বেলা থেকে দেখে আসছি।” এলাকার আরেক বাসিন্দা হীরা লাল বলেন, মন্দিরের আশেপাশে প্রায় ১৮ টি পরিবার বাস করে। উনি বলেন, আমদের বিল্ডার দ্বারা আশ্বাস দেওয়া হয় যে, মন্দিরকে ভাঙা হবে না। কিন্তু বিল্ডার প্রতিশ্রুতি পালন না করে মন্দির ভেঙে ফেলে।

পাকিস্তানি মিডিয়া অনুযায়ী, আরেক স্থানীয় বাসিন্দা বলেন, ‘লকডাউনে কারোর মন্দিরে ঢোকার অনুমতি ছিল না।” আরেক জন বলেন, বিল্ডার মহামারীর সুযোগে মন্দিরটি ভেঙে ফেলেছে। তিনি পুনরায় মন্দিরটিকে নির্মাণের দাবি জানিয়েছে। উনি জানান, বিল্ডাররা আমাদের আশ্বস্ত করেছিল যে মন্দির ভাঙা হবে না। বিল্ডার এও বলেছিল যে, আমরা বিকল্প ব্যবস্থা খুঁজছি।

মন্দির ভেঙে ফেলার খবর ছড়িয়ে পড়তেই এলাকার হিন্দুর সেখানে পৌঁছান। আধিকারিকদের সাথে কথা বলার সময় তাঁদের হতাশা এবং ক্ষোভ স্পষ্ট বোঝা যায়। এক হিন্দু কার্যকরতা মোহন লাল বিল্ডারের বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের হুমকি দেওয়া এবং ভয় দেখানোর অভিযোগ করেছেন। উনি বলেন, ‘আমরা মন্দিরের প্রবেশ করার চেষ্টা করেছি, কিন্তু বিল্ডার আমাদের কোনমতেই মন্দিরে প্রবেশ করতে দেয় নি।”

The post করোনা আর লকডাউনের সুযোগে পাকিস্তানে ভেঙে ফেলা হল দেশ ভাগের আগে তৈরি হিন্দু মন্দির first appeared on India Rag.



from India Rag https://ift.tt/2FOszPB
Bengali News
 

Start typing and press Enter to search