দেশে যখন কংগ্রেস সরকার ছিল তখন ভগবান শ্রী রামকে নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল। সোনিয়া গান্ধীর সরকার সুপ্রিম কোর্টে রাম সেতু ভাঙার দাবি তুলেছিল। সোনিয়া সরকারের তরফ থেকে বলা হয়েছিল, আমদের রামসেতু ভাঙতে হবে কারণ রামের কোনো অস্থিত নেই। যদিও হিন্দুদের একত্র হয়ে প্রতিবাদের দরুন ও সুব্রামানিয়াম স্বামীর
এখন হিন্দুদের বহু লড়াইয়ের পর ধর্মনগরী অযোধ্যায় মন্দির নির্মাণের সুযোগ এসেছে। এর পরিপেক্ষিতে ৫ আগস্ট রাম মন্দিরের ভূমি পূজন হতে চলছে। কিন্তু ভূমি পূজনের দিন এগিয়ে আসতেই কংগ্রেসের বিভিন্ন নেতা বিভিন্ন মন্তব্য করেছে। কংগ্রেসের এক নেতা বলেছেন অযোধ্যায় প্রলয় এসে যাক, ভূমি পূজন না হোক।
কংগ্রেস নেতার বিতর্কিত মন্তব্য ভাইরাল হতে না হতেই লাইভ টিভিতে এক কংগ্রেস সাংসদের কুমন্তব্য জনসমক্ষে এসেছে। কংগ্রেস সাংসদ বলেছেন, রাম বলে কেউ ছিল না, রামের অস্থিত ছিল না। এই কংগ্রেস সাংসদের নাম অভি কুমার কেটকার। যিনি লাইভ টিভি ডিবেটে ভগবান রামকে নিয়ে কটাক্ষ করেছেন তথা রামের অস্থিত নিয়ে প্রশ্ন তুলেছেন
कांग्रेस की बेशर्मी और बेहयाई देखिए ..भगवान श्री राम जी को अभी भी काल्पनिक कहने की हिम्मत कर रहें है ..कह रहें है राम भगवान है इसका evidence कहाँ है?
मेरा उत्तर: ये evidence क्या रोम से Antonio Maino ले कर आएगी?
You “Rice Bag Coverts”#राम_द्रोही_कांग्रेस pic.twitter.com/QZT5JCX16h— Sambit Patra (@sambitswaraj) August 2, 2020
https://platform.twitter.com/widgets.js
কংগ্রেস নেতার এই মন্তব্যের পর অনেকে বলেছেন যে কংগ্রেস পার্টি রাম মন্দির হতে দিতে চাই না এবং ভূমি পূজনে ব্যাঘাত দেওয়ার ইচ্ছা প্রকাশ করছে। সম্বিৎ পাত্র এ প্রসঙ্গে বলেছেন, কংগ্রেস নেতা আল্লাহ বা মহম্মদ সম্পর্কে এমন মন্তব্য করতে পারবেন না।
from India Rag https://ift.tt/3i2Gy1V
Bengali News