বলিউডের উপর ভারতীয়দের যে আক্রোশ ছিল তা নতুন এক রেকর্ড গড়ে দিয়েছে। সড়ক ২ সিনেমার ট্রেলার ভারতে সবথেকে বেশি আনলাইক পাওয়া ভিডিওতে পরিনত হয়েছে। একইসাথে ভিডিওটি অপছন্দ হওয়ার দিক থেকে বিশ্বে তৃতীয় স্থান দখল করেছে।
সড়ক ২ সিনেমার ট্রেলার প্রায় ১১ মিলিয়ন মানুষ অপছন্দ করেছেন। ভারতে সবথেকে অপছন্দ করার ভিডিওর তালিকায় সড়ক ২ প্রথম স্থান দখল করে নিয়েছে। তবে এই স্থান দখল করার সম্পূর্ণ ক্রেডিট সাধারণ ভারতীয়দের বলে মনে করা হচ্ছে যারা বলিউডের প্রতি বেশকিছু সময় ধরে আক্রোশিত হয়ে আছেন।
বিশ্বে সবথেকে অপছন্দের তালিকায় জাস্টিন বিবারের গান ‘বেবি’, রয়েছে, এরপর দ্বিতীয় স্থানে ইউটিউব দ্বারা প্রকাশিত একটি ভিডিও রয়েছে। আর তারপরের স্থানেই রয়েছে মহেশ ভট্টের সিনেমার ট্রেলার। জানিয়ে দি, সোশ্যাল মিডিয়ায় এমন অনেক ছবি উঠে এসেছে যেখানে একজন অপরজনকে এই ভিডিওটি ডিসলাইক দেওয়ার জন্য উৎসাহিত করেছে।
বড়ো সংখ্যায় লোকজন সিনেমাটির ট্রেলারের উপর নেগেটিভ রিভিউ দিয়েছে। ইউটিউবের মতো প্লাটফর্মে সড়ক-২ এর আনলাইকের সংখ্যা লাইকের থেকে বহু বেশী হয়েছে। এখনও অবধি ট্রেলারটিতে প্রায় ৬৭ লক্ষ আনলাইক পড়েছে। এত সংখ্যায় আনলাইক দেখার পর ভট্ট পরিবারের নতুন সিনেমা নিয়ে আনন্দে একটু ভাটা পড়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই।
মহেশ ভট্টের দুই মেয়ে এই সিনেমায় অভিনয় করেছে। পূজা ভট্ট ও আলিয়া ভট্ট দুজনেই সড়ক ২ সিনেমায় অভিনয় করেছেন। কিন্তু সিনেমার ট্রেলারের প্রতি জনগণের এমন পতিক্রিয়া দেখে পূজা ভট্ট টুইটারে আক্রোশ প্রকাশ করেছেন। আলিয়া ভট্টের ভক্তরা এত সংখ্যায় ডিসলাইক পাওয়াকে চক্রান্ত বলে অভিহিত করেছেন।
from India Rag https://ift.tt/30ZrD30
Bengali News