সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও (Viral Video) ব্যাপক হারে ভাইরাল হচ্ছে যেখানে বোরকা পরিহিত এক মহিলাকে গণেশ মূর্তি ভাঙতে দেখা যাচ্ছে। ভিডিওতে দুজন মহিলা পাশাপাশি দেখা গেছে। মহিলাদের সামনে হিন্দুদের ভগবানের মূর্তি সাজানো রয়েছে, মূর্তির মধ্যে ভগবান গণেশের মূর্তি স্পষ্ট দেখা যাচ্ছে।
দুই মহিলার মধ্যে এক মহিলাকে গণেশের মূর্তিগুলিকে ভেঙে চুরমার করতে দেখা যাচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে হিন্দুদের ভগবান গণেশের মূর্তি পাশাপাশি সুন্দর ভাবে সাজানো রয়েছে। সেখান থেকে মহিলাটি মূর্তিগুলিকে অত্যন্ত অপমানজনকভাবে তুলে তুলে আছড়ে ফেলেছেন। দেখা যাচ্ছে মহিলা গণেশ প্রতিমাগুলিকে মেঝেতে ফেলে ফেলে ভেঙে দিচ্ছেন। একইসাথে মহিলাটি চিৎকার করে বলেছেন যে, এটা মহম্মদ বিন ঈশারের দেশ এখানে এইসব রাখার অনুমতি কে দিল ইত্যাদি ইত্যাদি।
OMG. OMG. OMG. What the hell is this happening in Bahrain? pic.twitter.com/SO3Els9KfK
— |II| नरसिंह |II| @jsr
(@dineshjangid_OO) August 16, 2020
ঘটনাটি বাহরিন এর কোনো শপিং মল বা দোকানে ঘটেছে যেখানে ভিডিওটি ক্যামেরাবন্দি হয়েছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়ে পড়ছে এবং কট্টরপন্থীরা নানা মন্তব্য করে তাদের আনন্দ উল্লাস প্ৰকাশ করেছে। উল্লেখ্য, বাহরিনে প্রায় ৪ লক্ষ ভারতীয় থাকেন এবং হিন্দুদের সংখ্যা প্রায় ৯.৮ শতাংশ। এমন পরিস্থিতিযে4 ভিডিও ভাইরাল হওয়ার পর সেখানে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।
Capital Police took legal steps against a woman, 54, for damaging a shop in Juffair and defaming a sect and its rituals, in order to refer her to the Public Prosecution.
— Ministry of Interior (@moi_bahrain) August 16, 2020
কিছুজন সোশ্যাল মিডিয়ায় এমন এমন মন্তব্য করেছে যা খুবই অদ্ভুত। একজন মন্তব্য করে বলেছেন- আল্লাহর আদেশ ছাড়া মূর্তি ভাঙা ঠিক নয়। এই সব কট্টরপন্থীদের মতে মূর্তি, প্রতিমা তখন ভাঙা উচিত যখন আল্লাহ আদেশ দেবে। ভাইরাল ভিডিও নিয়ে বাহরিনের স্বরাষ্ট্রমন্ত্রক একটি বিবৃতি জারি করেছে। সেই অনুযায়ী, ৫৪ বর্ষীয় যে মহিলা হিন্দুদের ভগবানের মূর্তি ভেঙেছে তাকে সমন করা হয়েছে অর্থাৎ ডেকে পাঠানো হয়েছে। মহিলার উপর আইনি ব্যাবস্থা নেওয়া হবে বলেও বাহরিনের স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে।
from India Rag https://ift.tt/3kSXCJV
Bengali News