সুশান্ত সিং রাজপুতের মতো বলিউড অভিনেত্রী জিয়া খানকে মেরে ফেলা হয়েছিল। জিয়া খানের ক্ষেত্রেও সেই সব ব্যক্তির নাম উঠেছিল যাদের নাম সুশান্ত সিং রাজপুতের ক্ষেত্রে উঠে আসছে। জিয়া খানকে ২০১৩ সালে মেরে ফেলা হয়েছিল এবং আত্মহত্যা বলে কেস ধামাচাপা দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠে।
জিয়া খানের মামলা নিয়ে এখন তার মা রাবিয়া খান বড়ো পর্দাফাঁস করেছেন। জিয়া খানের মা যে বিষয়ে জানিয়েছেন তা ফিল্ম প্রোডিউসার মহেশ ভট্টের বিরুদ্ধে। প্রথমত জানিয়ে দি, সোশ্যাল মিডিয়ায় দেশের লোকজন মহেশ ভট্টের বিরুদ্ধে আক্রোশিত হয়ে রয়েছে। মহেশ ভট্ট আতঙ্কবাদী জাকির নায়কের সাথে এক মঞ্চে থেকে যে ছবি তুলিয়েছিল তাও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
এছাড়াও মহেশ ভট্টের ছেলে আতঙ্কবাদীদের সাথে বন্ধুত্ব রাখে বলেও অভিযোগ উঠে। আর এখন মহেশ ভট্টের বিরুদ্ধে আরো এক তথ্য সামনে এসেছে যা নিয়ে মিডিয়ার তোলপাড় শুরু হয়েছে। আসলে জিয়া খানের অন্তিম কাজকর্ম চলার সময় মহেশ ভট্ট জিয়া খানের মাকে হুমকি দিয়েছিলেন।
Late actress Jiah Khan's mother Rabia Khan talked about the time filmmaker Mahesh Bhatt asked her to stay quiet at Jiah's funeral.
Rabia Khan said that, "Mahesh Bhatt told me at Jiah's funeral, chup ho ja, nahi to tujhe bhi sula denge" pic.twitter.com/jABEyzlOk1
— Shimorekato (@iam_shimorekato) August 14, 2020
জিয়া খানের মা রাবিয়া খানকে ইনজেকশন দিয়ে মেরে ফেলার হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে মহেশ ভট্টের বিরুদ্ধে। আর এই অভিযোগ রাবিয়া খান নিজে করেছেন। মহেশ ভট্ট বলেছিলেন, মুখ বন্ধ রাখ নাহলে তোকেও ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেব। বক্তব্য এ স্পষ্ট যে, রাবিয়া খানকেও মারার হুমকি দেওয়া হয়েছিল।
from India Rag https://ift.tt/2Y8MYFj
Bengali News