রাম মন্দিরের ভূমি পূজনের সময় যতই এগিয়ে আসছে ততই যেন এই অনুষ্ঠানকে আটকানোর প্রয়াস তীব্র হচ্ছে। কংগ্রেসের নেতারা একের পর এক বিতর্কিত মন্তব্য করতে বেরিয়ে আসছেন। কংগ্রেসের এক নেতা বলেছেন ভারতের ধর্মনগরী অযোধ্যা ধসে যাক, প্রলয় চলে আসুক। ভূমিকম্প এসে যেন ভূমি পূজন আটকে দেয়, এমন মনকামনা করেছেন কংগ্রেস নেতা।
অন্যদিকে কংগ্রেস সাংসদ কুমার কেতকর বলেছেন, রাম কাল্পনিক তাহলে মন্দির কিসের জন্য? উনি বলেছেন রামের অস্থিত ছিল না, সেহেতু রাম মন্দির হওয়ার কোনো যুক্তি হয় না। কংগ্রেস ঘনিষ্ঠ স্বরূপনন্দ ভূমিপূজনের সময়কে অশুভ বলে অনুষ্ঠান আটকানোর প্রয়াস করেছেন বলে অনেকে দাবি করেছেন।
কংগ্রেসের এক নেতা ভূমি পূজন অনুষ্ঠানের বিরুদ্ধে আদালতে পিটিশন জমা দিতে হাজির হয়েছিল বলেও সূত্রের তরফে জানা যাচ্ছে। যদিও হাইকোর্ট তার পিটিশন ছিঁড়ে ফেলে দিয়েছে। এমন পরিস্থিতিতে কংগ্রেসের বরিষ্ঠ নেতা দিগ্বিজয় সিং মাঠে নেমে গেছেন।
मैं मोदी जी से फिर अनुरोध करता हूँ ५ अगस्त के अशुभ मुहुर्त को टाल दीजिए। सैंकड़ों वर्षों के संघर्ष के बाद भगवान राम मंदिर निर्माण का योग आया है अपनी हठधर्मीता से इसमें विघ्न पड़ने से रोकिए।
— digvijaya singh (@digvijaya_28) August 3, 2020
https://platform.twitter.com/widgets.js
দিগ্বিজয় সিং অশুভ মুহুর্তের বাহানা দিয়ে রাম মন্দিরের ভূমি পূজন বন্ধ করার দাবি তুলেছেন। দিগ্বিজয় সিং টুইট করেও রাম মন্দিরের ভূমি পূজন বন্ধ করার দাবি তুলেছেন। দিগ্বিজয় সিং এর টুইট এর উপর অনেকে কংগ্রেসের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। অনেকে বলেছেন এবার বোঝাযাচ্ছে কেন কংগ্রেস আমলে রাম মন্দির হওয়া সম্ভব হয়নি।
from India Rag https://ift.tt/31mMo7C
Bengali News