বলিউডে ফিল্ম নির্মাতা মহেশ ভাটের নাম বহুবার খবরের শিরোনামে রয়েছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে বিতর্কের জন্য মহেশ ভাটের নাম খবরে উঠে আসে। কখনো সিনেমায় নোংরা দৃশ্যের প্রদর্শন আবার কখনো নিজের মেয়ে পূজা ভাটের সাথে কিস করা নিয়ে লাইম লাইটে থাকেন।
সম্প্রতি মহেশ ভাটের সিনেমা সড়ক ২ কে কেন্দ্র করে লোকজন আবারও উনার ব্যক্তিগত জীবনকে সোশ্যাল মিডিয়ায় টেনে আনছেন। জানিয়ে দি, মহেশ ভাট মুসলিম মা এবং হিন্দু বাবার সন্তান। যারা কখনো বিয়ে না নিকাহ করেননি। অর্থাৎ বাবা মায়ের বিয়ে ছাড়াই মহেশ ভাটের জন্ম হয়েছিল। এর প্রভাব নিঃসন্দেহে মহেশ ভাটের জীবনে পড়েছিল।
মহেশ ভাট যখন কলেজে পড়তেন তখন উনার প্রেম লোরিয়েন ব্রাইট নামের এক মেয়ের প্রেমে পড়েন। লোরিয়ানকে বিয়ে করে মহেশ ভাট তার নাম কিরণ ভাট রাখেন। বিয়ের পর রাহুল ভাট ও পূজা ভাটের জন্ম হয়। কিন্তু সেই সময় মহেশ ভাটের জীবনে পারভীন বাবি চলে আসেন। পারভিন আসায় মহেশ ভাটের পরিবারে ফাটল আসে এবং কিরণ ভাট মহেশ ভাটের থেকে দূরে চলে যান। যদিও কিরণ ভাটের সাথে মহেশ ভাটের তালাক হয়নি। হটাৎ মহেশ ভাটের মনে সোনি রাজদান প্রভাব ফেলে। মহেশ ভাট সোনি রাজদানের প্রেমে হাবুডুবু খেতে শুরু করেন।
কিন্তু কিরণ ভাটের সাথে তালাক না হওয়ায় মহেশ ভাট চাপে পড়ে যান। এই সময় মহেশ ভাটের বন্ধুরা উনাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে পরামর্শ দেন। কারণ ইসলাম ধর্ম গ্রহণ করে উনি দুটি বিবি রাখতে পাবেন। এই পরামর্শ মহেশ ভাটের খুব পছন্দ হয় এবং উনি ইসলাম কবুল করে আশরাফ ভাট হয়ে যান। সোনি রাজদানের দুটি মেয়ে রয়েছে, আলিয়া ভাট ও শাহীন ভাট।
from India Rag https://ift.tt/2Y7s4X6
Bengali News