-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

ভারতে বিকশিত করোনার একটি ভ্যাকসিনের তৃতীয় দফার ট্রায়াল শুরু, খুব শীঘ্রই আসতে পারে সুখবর

- August 18, 2020

নয়া দিল্লীঃ ভারতে (India) করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রালয় আর ICMR যৌথ প্রেস কনফারেন্স করেছে। এই কনফারেন্সে স্বাস্থ্য মন্ত্রালয়ের সচিব রাজেশ ভূষণ, নীতি আয়োগের সদস্য ডঃ বিকে পাল আর ICMR এর মহা নির্দেশক ডঃ বলরাম ভার্গভ দেশে করোনা পরস্থিতি নিয়ে তথ্য দেন।

রাজেশ ভূষণ বলেন, ‘গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যা করোনা ভাইরাসের স্যাম্পেল পরীক্ষা হয়েছে।” উনি বলেন, করোনা ভাইরাসে ঠিক হওয়ার মামলাও লাগাতার বেড়ে চলেছে। সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৯ লক্ষ ৭০ হাজার পার করেছে। এই সংখ্যা সক্রিয় করোনা মামলার থেকে প্রায় তিনগুন বেশি।

ডঃ বিকে পাল বলেন, ‘ভ্যাকসিন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মদ স্বাধীনতা দিবসে দেশবাসীকে আশ্বস্ত করেছিলেন। উনি বলেছিলেন যে, ভারতে তিনটি ভ্যাকসিন বানানো হচ্ছে, আর সেগুলোর ট্রায়াল বিভিন্ন পর্যায়ে আছে। সেগুলোর মধ্যে একটির আজ অথবা কাল তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হবে। আর একটি ভ্যাকসিন প্রথম এবং আরেকটি ভ্যাকসিন দ্বিতীয় পর্যায়ের ট্রায়ালে আছে।” ভূষণ বলেন, জুলাই মাসের প্রথম সপ্তাহে প্রায় ২ লক্ষ ৩০ হাজার টেস্ট হত। এখন সেটি বেড়ে আট লক্ষ প্রতি সপ্তাহ হয়েছে।

নীতি আয়োগের সদস্য ডঃ পল বলেন, রোগের আরও একটি রুপ সামনে আসছে। বৈজ্ঞানিক আর চিকিৎসকরা সেই দিকে নজর রাখছেন। আমাদের আরও সচেতন হতে হবে। কিছু রোগীর সংক্রমণের পর লক্ষণ দেখার মামলা নিয়ে উনি বলেন, আমরা যখনই জিনিষটি বুঝতে পারছি তখন চিকিৎসার জন্য উপলব্ধ সংসাধন গুলো ব্যবহার করছি। এই নিয়ে এখনো আমরা শিখছি আর পরীক্ষা চালাচ্ছি।



from India Rag https://ift.tt/349fytU
Bengali News
 

Start typing and press Enter to search