সম্প্রতি ময়ূরের সাথে প্রধানমন্ত্রী মোদীর যে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তা নিয়ে চর্চা থামার নাম নিচ্ছে না। প্রধানমন্ত্রী মোদী ময়ূরকে খাওয়াচ্ছেন সেটাকে কেন্দ্র করে নানা মিম, নান পতিক্রিয়া ভাইরাল হচ্ছে। কেউ প্রধানমন্ত্রী মোদীর ছবি বিশ্বগুরু রবীন্দ্রনাথের ছবির সাথে তুলনা করেছেন। কেউ আবার বলেছেন প্রধানমন্ত্রী মোদী ময়ূরের NRC এর কাগজ দেখছেন। তবে এসবের মধ্যেই প্রধানমন্ত্রী মোদীর নতুন লুক নিয়ে বিরোধীরা যে সমালোচনা শুরু করেছিল তা এখন নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
আসলে আজ এক কংগ্রেস নেতা প্রধানমন্ত্রী মোদীর তুলনা ধর্ষণে অভিযুক্ত ব্যাক্তিদের সাথে করে দিয়েছেন। কংগ্রেস নেতা নিজের অত্যন্ত কুৎসিত মানসিকতার পরিচয় দিয়ে প্রধানমন্ত্রী মোদীর নতুন লুককে কটাক্ষ করতে গিয়ে অপ্রীতিকর কথা বলেছেন। কংগ্রেস নেতা গৌরব পান্ধী প্রধানমন্ত্রী মোদীর ছবি টুইটারে শেয়ার করেছেন। একই সাথে আসারাম ও রাম রহিমের ছবিও শেয়ার করেছেন।
I don't know what his PR team was trying to do but they made him look like a creepy mixture of Asaram & Ram Rahim.
pic.twitter.com/Mg2a86eSlw
— Gaurav Pandhi (@GauravPandhi) August 26, 2020
ছবি শেয়ার করার পর কংগ্রেস নেতা গৌরব পান্ধী লিখেছেন যে প্রধানমন্ত্রী মোদীর নতুন লুক আসারাম ও রাম রহিমের ভয়ঙ্কর মিশ্রণ। জানিয়ে দি, আসারাম ও রাম রহিম ধর্ষনের অভিযুক্ত অপরাধী। আর সেই ব্যাক্তিদের সাথেই প্রধানমন্ত্রী মোদীর তুলনা করেছেন গৌরব পান্ধী। কংগ্রেস নেতার এমন কুরুচিকর মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক সৃষ্টি হয়েছে। কংগ্রেস নেতার এমন মন্তব্যের উপর সোশ্যাল মিডিয়া ব্যাবহারকারীদের মিশ্র পতিক্রিয়া দেখা গেছে।
This is what Congress has now resorted back to – comparing looks of PM with criminals. Is it to hide the embarassing CWC meeting and the cracks in the inner circle of Gandhi Family ?
In any case, YOU WILL NEVER COME BACK TO POWER NOW. If this makes you happy, go ahead. https://t.co/VpEWxaEYFw
— Ajinkya Jay (@yours_infinitly) August 26, 2020
কেউ কেউ গৌরব পান্ধীর বক্তব্যকে সমর্থন করেছেন কেউ আবার এমব মন্তব্যের বিরোধিতা করেছেন। অনেকে বলেছেন কংগ্রেস নেতারা ২ মিনিটের খ্যাতি পেতে এমন নিন্মমানের আচরণ করে। প্রধানমন্ত্রী মোদীর সাথে অপরাধীদের তুলনা করা ঠিক হয়নি বলে অনেকে পাল্টা আক্রমন করেছেন গৌরব পান্ধীকে।
The post প্রধানমন্ত্রী মোদীর নতুন লুককে ধর্ষণে অভিযুক্ত অপরাধীদের সাথে তুলনা করলেন কংগ্রেস নেতা গৌরব পান্ধী first appeared on India Rag.
from India Rag https://ift.tt/3jet0B8
Bengali News