ভারতের সাধারণ নাগরিকরা অনেক সময় পন নিয়েও চীনের দ্রব্য কিনে চীনকে শক্তিশালী করে, ভারতের সরকারও বহুবার চীনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পিছুপা হয়। তবে ভারতীয় সেনা কখনো ভারত মাতার মাথা নীচু করে। ভারতীয় সেনার কারণে সর্বদা দেশের মাথা বিশ্বের সামনে উঁচু হয়ে থাকে।
পুরো বিশ্বের ভাইরাস ছড়িয়ে দেওয়ার পর চীন এখন এক নতুন কারনাম করেছে। যার দুর্দান্ত জবাব ভারতীয় সেনা দিয়েছে। আসলে সিকিম সীমান্তে কাছে চীনের সেনারা ভারতীয় ভুমিতে ঢোকার চেষ্টা করেছিল। তবে ইনপুট পাওয়া মাত্র হিন্দের সেনা ভারত মাতার কবজ হয়ে দাঁড়িয়ে পড়ে।
চীনের সেনা ভারতীয় ভূমিতে পা রাখার আগেই হিন্দের সেনা তাদের আটকে দেয়। এরপর দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। বন্ধুক না চালিয়েই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলে। কিছুক্ষণ হাতাহাতি চলার পর চীনের সেনা পলায়ন করতে শুরু করে।
ভারতীয় সেনা চাইনিজ রাক্ষসদের তাদের সীমা অবধি তাড়া করে এবং গুহায় ঢুকতে বাধ্য করে। এই সংঘর্ষে ৪ জন ভারতীয় সৈনিক আহত হয়েছেন অন্যদিকে চীনের ১৩ জন সৈনিক আহত হয়েছে।
Large face off between #Indian and #Chinese troops near the Naku La sector in Sikkim
4 #Indian soldiers and 13 #Chinese soldiers have injured pic.twitter.com/FmLLhITGDa
— Ravi Singh (@mitthu) May 10, 2020
https://platform.twitter.com/widgets.js
এর আগে চীনের সেনা ডোকালামে উপদ্রব করার চেষ্টা করেছিল। সেখানেও ভারত মায়ের সন্তানরা চাইনিজ সেনাকে পিছু হাটতে বাধ্য করেছিল। আর এখন সিকিমের নাকুলা সেক্টরে চীনের সেনা মার খেয়ে পলায়ন করে।
from India Rag https://ift.tt/2YS5AKS
Bengali News