-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

সার্জারির পর মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে স্বৈরাচারী শাসক কিম জং উন! দাবি CNN এর

- April 21, 2020


ওয়েবডেস্কঃ আমেরিকা (USA) দাবি করেছে যে, উত্তর কোরিয়ার (North Korea) স্বৈরাচারী শাসক কিম জং উন (Kim Jong-un) এর হার্ট সার্জারির পর ওনার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। কিম গত ১৫ই এপ্রিল ওনার দাদু তথা উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতার জন্মদিনের উৎসবে অংশ নিয়েছিলেন না। তখনই বোঝা গেছিল যে, ওনার শারীরিক অবস্থা সুবিধা মতো না। চারদিন আগে একটি সরকারি বৈঠকে ওনাকে দেখা গেছিল।

সিএনএন (CNN) এর রিপোর্ট অনুযায়ী, এক আমেরিকার আধিকারিক জানিয়েছেন যে, কিমের শারীরিক অবস্থার অবনতি চিন্তার বিষয় হলেও, সেটি কতটা গম্ভীর সেটা এখনো বলা সম্ভব হচ্ছে না। দক্ষিণ কোরিয়ার অনলাইন সাইট, যারা উত্তর কোরিয়ার খবর দেয় তাদের অনুযায়ী, ১২ই এপ্রিল থেকে কিম হৃদ রোগের চরম সমস্যায় ভুগছেন।

ওই নিউজ সাইটের অনুযায়ী, ওনার এই শারীরিক অবস্থার অবনতির প্রধান কারণ হল, উনি অত্যাধিক স্মোকিং করেন। এছাড়াও ওনার শরীরের ওজন স্বাভাবিকের থেকে বেশি বলে, ওনাকে আরও সমস্যায় পড়তে হয়। হ্যাংসেং কাউন্ট্রিতে ওনার চিকিৎসা চলছে। ওনার শারীরিক অবস্থার উন্নতির পর মেডিকেল টিমের কিছু সদস্য ১৯ এপ্রিল পিয়ংইয়ং এ ফিরে যান আর কয়েকজন ডাক্তার ওনার চিকিৎসার জন্য সেখানেই থেকে যান।

উত্তর কোরিয়া নিজের নেতার সাথে জড়িত সমস্ত খবর নিয়ন্ত্রণ করে আর ওনাকে সেখানে একজন দেবতা হিসেবে মানা হয়। যদিও, সিএনএন জানায় যে তাঁরা এই খবরের সত্যতা যাচাই করেনি। আরেকদিকে মঙ্গলবার দক্ষিণ কোরিয়া জানিয়েছে যে, তাঁরা আমেরিকার এই মিডিয়া রিপোর্ট নিয়ে তদন্ত করছে।

যেহেতু উত্তর কোরিয়ার সংবাদমাধ্যমের কোন স্বাধীনতা নেই, সেহেতু তাঁরা সেটাই ছাপে আর দেখায় যেটা সরকার বলে। কিম শেষবার ১১ই এপ্রিল মিডিয়ার সামনে এসেছিলেন।

১৫ই এপ্রিল গোটা উত্তর কোরিয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ উৎসব ছিল, কারণ সেদিন তাদের সংস্থাপকের জন্মদিন ছিল। ওইদিনে কিমকে অনুষ্ঠানে যোগ দিতে দেখা যায়নি, এরপর থেকেই চারিদিকে গুঞ্জন উঠছে যে, এত গুরুত্বপূর্ণ দিনে কিমের অনুপস্থিতির প্রধান কারন কি?



from India Rag https://ift.tt/2RURggA
Bengali News
 

Start typing and press Enter to search