ভারত এখন একসাথে দুটি ভাইরাসের সাথে লড়াই করছে, এক করোনা ভাইরাস দ্বিতীয় উন্মাদী কট্টরপন্থী ভাইরাস। ভারতে হটাৎ করোনা ভাইরাস তীব্রগতিতে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে মুখ্য ভূমিকা মূর্খ উন্মাদীরাই পালন করেছে। যার মধ্যে তাবলীগ জামাতও রয়েছে। জানিয়ে দি তাবলীগ জামাতের লোকজন হাসপাতালে গুন্ডামি শুরু করেছে বলেও খবর সামনে আসছে। হাসপাতালে তাবলীগ জামাতের লোকজন ডাক্তারদের উপর থুতু দেওয়া থেকে শুরু করে যা খুশি খাবার চাওয়া ইত্যাদি নানা কান্ড শুরু করেছে। ডাক্তার ও নার্সেরা এই কারণে সরকারের কাছে আবেদন করেছিল তাদের জন্য সুরক্ষা প্রদান করা হয়।
Horrible. CMO Ghaziabad has written to @Uppolice complaining that the #TabligiJamaat men in the hospital are roaming around partially nude (without trousers), making vulgar signs, listening to inappropriate music & demanding cigarettes which is making work for nurses difficult.
pic.twitter.com/8Odr7PXyX5
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) April 2, 2020
https://platform.twitter.com/widgets.js
তবে এখন তাবলীগ জামাতের এমন এমন কর্মকান্ড সামনে আসছে যা পুরো দেশবাসীকে ক্রোধিত করবে। খবর আসছে, তাবলীগ মুসলিমরা নার্সদের সাথে অভদ্রতামি করছে। কট্টরপন্থীরা নিজেদের প্যান্ট খুলে নার্সদের নোংরা ইশারা করছে এবং নিজেদের গুপ্তাঙ্গকে ধরে বাজে বাজে মন্তব্য করছে। একইসাথে উন্মাদীরা বিড়ি, সিগরেট সহ ইচ্ছা রকম বস্তু এনে দেওয়ার দাবিও তুলেছে।
আর এসমস্থ কিছুর কারণে হাসপাতালে কাজ করা নার্সদের জীবন নরকে পরিণত হয়েছে। একই সাথে তাবলীগ গুন্ডারা হাসপাতালের মধ্যে জোরে জোরে বাজে ভাষায় গান করছে বলেও জানা যাচ্ছে। এ সমস্থ ঘটনা গাজিয়াবাদের MMG হাসপাতালে হয়েছে বলে খবর আসছে।
Gaziabad – FIR has been registered against persons from Tablighi Jamat who are in quarantine at MMG District Hospital for 'walking around the ward without their trousers on and making lewd gestures towards the nurses'.pic.twitter.com/VpKIlWXjrP
— thepoliticalupdates (@thepoliticalup2) April 2, 2020
https://platform.twitter.com/widgets.js
চীফ মেডিক্যাল অফিসার নিজে পুলিশের কাছে লিখিতভাবে অভিযোগ করেছেন। উনি জানিয়েছেন, তাবলীগ জামাতের গুন্ডাদের কারণে নার্সদের এখানে কাজ করা অসম্ভব হয়ে উঠেছে। তাবলীগ জামাতের লোকজনকে হাসপাতালে আনা হয়েছিল চিকিৎসা করানোর জন্য। কিন্তু কট্টরপন্থীরা যেভাবে হাসপাতালের মধ্যে উৎপাত শুরু করেছে তা প্রশাসনের জন্য বড়ো চিন্তার কারণ হয়ে দাঁড়িয়ে। জানিয়ে দি, কট্টরপন্থীরা করোনা ভাইরাসকে নিজেদের মতো করে আতঙ্কবাদ ছড়াতে কাজে
from India Rag https://ift.tt/2X6Ldcb
Bengali News