মধ্যপ্রদেশের ইন্দোরে (Indore), করোনার সন্দেহভাজনকে তদন্ত করতে গিয়ে যাওয়া ডাক্তাদের টীমের উপর হামলার ঘটনায় পুলিশ বড় পদক্ষেপ নিয়েছে। হামলা কাণ্ডে জড়িত ৭ অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে,। বাকিদের সন্ধান চলছে বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তার হওয়া হামলাকারীদের নাম – শাহরুখ খান, মোস্তফা, নওশাদ, মোহাম্মদ গুলরেজ, মুবারিক, শোয়েব ওরফে শোবি ও মজিদ খান। জানিয়ে দি, উন্মাদীদের কারণে ডাক্তার, নার্স তথা সমস্ত দেশে আতঙ্কের ছড়িয়ে পড়েছে। কিছু কিছু হাসপাতালে কট্টরপন্থীরা ডাক্তারদের উপর থুতু দিয়ে তাদের জীবনকে বিপদে ফেলেছে। আবার এক হাসপাতালে উন্মাদীরা প্যান্ট খুলে নার্সদের কুইঙ্গিত দেয়। তবে এখন মধ্যপ্রদেশের ঘটনায় পুলিশ পদক্ষেপ নিয়েছে বলে খবর আসছে।
আসলে, মধ্যপ্রদেশের ইন্দোর করোনার মহামারীর হটস্পট হিসাবে আত্মপ্রকাশ করেছে। তাই এখানে সরকার এবং স্থানীয় প্রশাসন আরও বেশি সক্রিয় রয়েছে। কিন্তু, বুধবার স্বাস্থ্য দফতরের একটি দল অসুস্থ মহিলার স্বাস্থ্য পরীক্ষার জন্য রানীপুরা এলাকায় গিয়েছিল, তখন কিছু কট্টরপন্থী ভিড় জমা করে হামলা করে দেয়।
Indore Police returning back the favours WITH COMPOUND INTEREST to peaceful SРITТY people who had abused, attaсked Doctors
#Indore #CoronaUpdatesInIndia pic.twitter.com/ZjTCwBH6Mt
— Rosy (@rose_k01) April 3, 2020
https://platform.twitter.com/widgets.js
ইন্দোরে এই আকস্মিক আক্রমণে দুই মহিলা চিকিৎসক আহত হয়েছেন। উভয় মহিলা স্বাস্থ্যকর্মীর পায়ে পাথর লেগে আহত হয়েছেন। এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় উঠে। সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের পর পুলিশ এলকায় গিয়ে কট্টরপন্থীদের গ্রেফতার করে এবং বেধড়ক মারধর করে।
NSA slapped against culprits who attacked health workers in Indore
Till now 4 arrested:
1. Mustafa
2. Gulrez
3. Shoaib
4. MajeedDr Trupti & Dr Zakiya were part of team who faced stone pelting
Dr Zakiya said, "We sustained injuries but we've to do our job & will not be scared"
— Anshul Saxena (@AskAnshul) April 3, 2020
https://platform.twitter.com/widgets.js
ঘটনার বিষয়ে বলতে গিয়ে ডিআইজি জনাব হরি নারায়ণ মিশ্র জানিয়েছেন, মোস্তফা, নওশাদ, মোহাম্মদ গুলরেজ, শাহরুখ খান, মুবারিক, শোয়েব ওরফে শোবি ও মজিদ নামক কট্টরপন্থীদের গ্রেফতার করা হয়েছে। বাকি উন্মাদীদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।
from India Rag https://ift.tt/2Rad2MN
Bengali News