নয়া দিল্লীঃ করোনার (Corona) বিরুদ্ধে লড়াইয়ে ৩১ হাজারের বেশি ডাক্তার (Doctor) নামতে চলেছে। যাঁদের মধ্যে সরকারি অবসরপ্রাপ্ত আর ভারতীয় সেনার (Indian Army) চিকিৎসকরাও আছেন। এছাড়াও প্রাইভেট ডাক্তাররাও কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে সরকারের সঙ্গ দেবে।
২৫ মার্চ সরকার এই ডাক্তারদের করোনার বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়ার আবেদন জানিয়েছিল। আধিকারিকরা জানান, প্রায় ৩০ হাজার ভলেন্টিয়ার ডাক্তার যাঁদের মধ্যে অবসরপ্রাপ্ত সরকারি, সেনার চিকিৎসা সেবার ডাক্তার আর প্রাইভেট প্র্যাকটিস করা ডাক্তাররা এই যুদ্ধে অংশ নিচ্ছেন।
নীতি আয়োগের ওয়েবসাইটে ২৫ মার্চ প্রকাশিত একটি বয়ানে সরকার জানিয়েছিল যে, যেই ডাক্তার আর চিকিৎসাকর্মীরা করোনার বিরুদ্ধে লড়াইয়ে যুক্ত হতে চায়, তাঁরা ওয়েবসাইটে নিজের নাম নথিভুক্ত করতে পারেন। এর সাথে সরকার সার্বজনীন স্বাস্থ সেবা আর ট্রেনিং হাসপাতালের জন্য এরকম ভলেন্টিয়ার ডাক্তারদের কাছেও আবেদন করেছিল, যারা সম্পূর্ণ ভাবে ফিট আর এই কাজে অংশ নিতে চায়।

আপনাদের জানিয়ে দিই, গোটা ভারতে কাল থেকে আজ পর্যন্ত ৩৩৬ টি নতুন মামলা সামনে এসেছে। স্বাস্থ মন্ত্রালয়ের সংযুক্ত সচিব লব আগরবাল জানিয়েছে যে, এই মারক ভাইরাসে এখনো পর্যন্ত ২৩০১ জন সংক্রমিত হয়েছে। আর ৫৬ জনের মৃত্যু হয়েছে। এই ৫৬ জনের মধ্যে ১২ জনের মৃত্যু কাল হয়েছে। এই মারক ভাইরাসে আক্রান্ত হয়ে এখনো পর্যন্ত ১৫৭ জন রোগী ঠিক হয়ে বাড়ি ফিরেছেন।
from India Rag https://ift.tt/2UG5Jig
Bengali News