-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

বড় খবরঃ যোগীর রাজ্যে নিষিদ্ধ হতে চলেছে তাবলীগ! জামাতিদের জন্য বানানো হল ৩৪ টি অস্থায়ী জেল

- April 23, 2020

লখনউঃ উত্তর প্রদেশের (Uttar Pradesh) লাগাতার বেড়ে চলে করোনার সংক্রমণ মামলায় গোটা স্বাস্থ মন্ত্রালয় চরম দুশ্চিন্তায় আছে। মহামারীকে আটকানোর জন্য সবরকম চেষ্টা চালানো হচ্ছে, আর এর মধ্যে তাবলীগ জামাত (Tablighi Jamaat) সরকারের সামনে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। রাজ্যে লাগাতার বেড়ে চলা করোনার মামলার বেশীরভাগ তাবলীগের সাথে যুক্ত। আর এই কারণে রাজ্যের সংখ্যালঘু কমিশন উত্তর প্রদেশে তাবলীগ জামাতকে নিষিদ্ধ করার দাবি তুলেছে। সংখ্যালঘু কমিশন এই বিষয়ে রাজ্যের মুখ্য সচিব রাজেন্দ্র কুমার তিওয়ারিকে একটি চিঠি লিখে তাবলীগ জামাতকে ব্যান করার দাবি জানিয়েছে।

রাজ্যের সংখ্যালঘু কমিশনের সদস্য পরবিন্দর সিং মিডিয়ার সাথে কথা বলার সময় বলেন, নিজামুদ্দিন মরকজের জামাতিরা গোটা রাজ্যে করোনা ছড়িয়েছে। এরা কখনো মাদ্রাসা, কখনো মসজিদে, কখনো মুসলিম বস্তিতে লুকিয়ে থেকে নিরীহ মানুষদের নিশানা বানাচ্ছে, আর করোনা ছড়াচ্ছে। আমরা রাজ্য সরকারের কাছে দাবি জানাচ্ছি যে, তাবলীগ জামাতিদের যেন রাজ্যে তৎকাল নিষিদ্ধ ঘোষণা করা হয়।

পরবিন্দর সিং বলেন, কমিশনের সদস্যরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটার সুপারিশ করেছেন। কমিশনের সব সদস্য এই মামলায় আলোচনা করছে আর এরপর শেষ সিদ্ধান্ত নেওয়া হবে। তাবলীগ জামাতের উপর রাজ্যে তৎকাল নিষেধাজ্ঞা জারি করার দরকার। আপনাদের জানিয়ে দিই, এর আগে রাজ্যের সংখ্যালঘু কমিশন তাবলীগ জামাতিদের ব্যান করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও চিঠি লিখেছিল।

আরেকদিকে কোয়ারেন্টাইন পিরিয়ড শেষ করা দেশি, বিদেশী বন্দিদের জন্য মোট ৩৪ টি অস্থায়ী জেল বানানো হয়েছে। সেখানে ১৫৬ জন বিদেশী জামাতিদের সাথে মোট ২৮৮ জন অভিযুক্তকে রাখা হয়েছে। এদের মধ্যে সবথেকে বেশি ৬৫ জন বিদেশী সাহারানপুরের জেলে বন্দি। বিদেশী জামাতিদের উপর টুরিস্ট ভিসায় ভারতে এসে ধর্ম প্রচার আর মহামারী আইন অমান্য করার অভিযোগ দায়ের হয়েছে।

রাজ্যের ডিজি (জেল) আনন্দ কুমার জানান, অস্থায়ী জেলে বন্দি বিদেশী জামাতিদের মধ্যে বাংলাদেশের ৩৪, ইন্দোনেশিয়ার ৪১, কির্গিস্তানের ২৩, সুদানের ১৪, থাইল্যান্ডের ১৩, মালয়েশিয়া আর তাজাকিস্তানের দুজন করে, নেপাল, সৌদি আরব, ফ্রান্স, প্যালেস্তাইন, সিরিয়া, মালি, মরক্কোর একজন করে অভিযুক্ত বন্দি আছে।



from India Rag https://ift.tt/2S107xj
Bengali News
 

Start typing and press Enter to search