-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

মোদী সরকারের বড় ঘোষণা! এবার ৫০ কোটি মানুষের বিনামূল্যে হবে করোনা পরীক্ষা আর চিকিৎসা

- April 04, 2020

বাংলা হান্ট ডেস্কঃ COVID-19 মহামারীর বিরুদ্ধে যুদ্ধে কেন্দ্রের মোদী সরকার (Modi Sarkar) জানিয়েছে যে, করোনা ভাইরাস সংক্রমণ টেস্ট আর চিকিৎসা আয়ুষ্মান ভারত – প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (Ayushman Bharat Yojana) এর অধীনে করা হবে। এর আগে সরকারি হাসপাতালে COVID-19 এর পরীক্ষা আর চিকিৎসা বিনামূল্যে করা হচ্চিল। এয়ার সরকার এই যোজনার অন্তর্গত ৫০ কোটির থেকে বেশি মানুষকে প্রাইভেট ল্যাব গুলোর মাধ্যমে টেস্ট করাতে পারবে। এই যোজনার অন্তর্গত সমস্ত হাসপাতালে COVID-19 এর পরীক্ষার আর চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে করানো হবে।

AB-PM JAY যোজনা অনুযায়ী, সুচিবদ্ধ হাসপাতাল গুলো নিজের স্তরে টেস্টিং এর সুবিধার লাভ দিতে পারবে। তাঁদের কাছে যেকোন অধিকৃত টেস্টিং ফ্যাসিলিটির সাহায্য নেওয়ার বিকল্প মজুত থাকবে। AB-PM JAY এর টেস্টিং ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR) অনুযায়ী হবে। সমস্ত অধিকৃত প্রাইভেট ল্যাবকে ICMR এর প্রোটোকল ফলো করতে হবে। এভাবে প্রাইভেট হাসপাতালেও COVID-19 এর ট্রিটমেন্ট AB-PM JAY এর অনুযায়ীই হবে।

এন্দ্রিয় স্বাস্থ এং পরিবার কল্যাণ যোজনা মন্ত্রী হর্ষবর্ধন বলেন, ‘এই অভূতপূর্ব সঙ্কটের পরিস্থিতিতে আমাদের তৎপরতার সাথে প্রাইভেট সেক্টরের প্রধান স্টকহোলাডার্সদের COVID-19 এর বিরুদ্ধে লড়াই করার জন্য একসাথে আসতে হবে। আয়ুষ্মান ভারত যোজনার মাধ্যমে আমরা পরীক্ষা আর চিকিৎসা বড় পরিমাণে করাতে পারব। প্রাইভেট হাসপাতাল গুলোরও অগ্রণী ভূমিকা হবে। এই পদক্ষেপের কারণে গরিব মানুষরাও COVID-19 এর বিরুদ্ধে লড়াই করতে সক্ষম হবে।

সরকার এই সিদ্ধান্ত এই জন্য নিয়েছে যে, যাতে টেস্টিং আর ট্রিটমেন্ট এর সুবিধার সাপ্লাই বাড়ানো যেতে পারে। আয়ুষ্মান ভারত যোজনায় প্রাইভেট হাসপাতাল গুলোকে আনলে প্রাইভেট ল্যাব গুলোতেও ICMR এর গাইডলাইন্সের ভিত্তিতে পরীক্ষা করানো যেতে পারে।



from India Rag https://ift.tt/2x1OI93
Bengali News
 

Start typing and press Enter to search