-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

অসম পুলিশ বিশেষ ভাবে পালন করল বিহু উৎসব, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল সেই ভিডিও

- April 14, 2020

গুয়াহাটিঃ লকডাউনের কারণে অসমে (Assam) সামাজিক ভাবে রঙ্গালী বিহু (rongali bihu) না পালন করার নির্দেশ জারি করেছে প্রশাসন। এই উৎসব অসমে নতুন বছরের অবসরে পালন করা হয়। অসম পুলিশ (Assam Police) একদিকে যেমন নির্দেশিকা জারি করেছে, আরেকদিকে একটি সংগীতময় ভিডিওর মাধ্যমে মানুষের কাছে রাজ্যে এই গুরুত্বপূর্ণ উৎসবে একত্রিত না হওয়ার আবেদনও করেছে। অসম পুলিশ বিশেষ রুপে পারম্পরিক নৃত্যের মাধ্যমে অসমবাসীকে এই উৎসবের জন্য একত্রিত না হওয়ার আবেদন জানিয়েছে। অসম পুলিশের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে।

https://platform.twitter.com/widgets.js

পুলিশ মহানির্দেশক ভাস্কর জ্যোতি মহন্ত বলেন, বিহু নিয়ে যেই নির্দেশিকা জারি করা হয়েছে, সেটাতে কোন মতেই ভিড় যেন না জমানো হয় বলা হয়েছে। মহন্ত জানান, আমি বিহু সম্প্রদায়ের মানুষের কাছে আবেদন করেছি যে, তাঁরা যেন খুব বেশি হলে পাঁচজন একজায়গায় একত্রিত হয় আর এই অনুষ্ঠান শুধু ৩০ মিনিটের জন্যই যেন পালিত হয়। উনি এই অনুষ্ঠানে অংশ নেওয়া মানুষদের সামাজিক দূরত্ব বজায় রাখার আবেদন জানান।

https://platform.twitter.com/widgets.js

অসমের স্বাস্থ মন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা বলেন, অসমে আরও একজনের মধ্যে করোনার মামলা পাওয়ার পর রাজ্যে এই ভাইরাসে আক্রান্তদের সংখ্যা বেড়ে ৩১ হয়ে গেছে। উনি বলেন, নতুন করে যার মধ্যে করোনার লক্ষণ পাওয়া গেছে, সে দিল্লীর একটি ধার্মিক অনুষ্ঠানে অংশ নেওয়া সদস্যের সম্পর্কে এসেছিল।

উনি বলেন, এই মামলা রাজ্যের গোয়ালপাড়া জেলায় সামনে এসেছে। সোমবার রাতেই নতুন মামলার খবর জানা যায়। বিস্তৃত তথ্য পাওয়া এখনো বাকি আছে। গোয়ালপাড়া জেলায় এটি চতুর্থ মামলা। বাকি তিনজন দিল্লীতে একটি ধার্মিক অনুষ্ঠানে অংশ নিয়েছিল। উনি জানান, রাজ্যে ৩১ জন আক্রান্তদের মধ্যে ৩০ জনই দিল্লীর ধার্মিক অনুষ্ঠানে অংশ নিয়ে রাজ্যে ফেরত এসেছিল।



from India Rag https://ift.tt/2Xz8weM
Bengali News
 

Start typing and press Enter to search