লখনউঃ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) নির্দেশের পর উত্তর প্রদেশে পান মশলা (Pan Masala) আর গুটখা (Gutkha) বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। সরকার রাজ্যে গুটখা নির্মান আর মজুত করার সাথে সাথে বিক্রিতেও সম্পূর্ণ ভাবে নিষেধাজ্ঞা জারি করেছে। করোনাভাইরাসের আশঙ্কে দেখে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই সিদ্ধান্ত নিয়েছেন।
সরকার অনুযায়ী, মানুষ পান মশলা আর গুটখা খেয়ে রাস্তা নোংরা করে। খাদ্য সুরক্ষা অধিনিয়ম এর ধারা ৩০/২ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে খাদ্য সুরক্ষা কমিশনের তরফ থেকে একটি আদেশও জারি করা হয়েছে।
from India Rag https://ift.tt/2JcRkDv
Bengali News