মঙ্গলবার দিন তৃণমূলের দুই সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) এবং নুসরত জাহান-রুহি জৈন (Nusrat Jahan) লোকসভার মেম্বার হিসেবে শপদ নেন। নুসরত পশ্চিমবঙ্গের বসিরহাট লোকসভা আসন থেকে নির্বাচিত হয়েছেন। মিমি পশ্চিমবঙ্গের যাদবপুর লোকসভা আসন থেকে নির্বাচিত হয়েছেন। ভোটের প্রচার চলাকালীন পশ্চিমবঙ্গে দুজনকে নিয়ে প্রচন্ড ট্রোল হয়েছিল। সোশ্যাল মিডিয়ার এত পরিমাণ ট্রোল দেখে সবার ধারণা ছিল মানুষ এই দুজনকে ভোট দিয়ে নির্বাচিত করবে না। কিন্তু শেষমেষ দুজনে সাংসদ হিসেব নির্বাচিত হন। অভিনেত্রী থেকে সাংসদ হওয়া মিমি ও নুসরত বাংলা ভাষায় লোকসভায় শপদ গ্রহণ করেন।
তবে লোকসভায় শপদ গ্রহণের পর বেরোনোর সময় দুজনকে ধাক্কাধাক্কির সম্মুখীন হতে হয়। নুসরত ও মিমি সংসদের বাইরে আসতেই মিডিয়ায় লোকজন তাদেরকে ঘিরে ফেলেছিল। যারপর ধাক্কা ধাক্কি শুরু হয়ে যায়। মিডিয়ার প্রশ্নের উত্তর দেওয়ার পর মিমি ও নুসরত সদনে প্রবেশ করার চেষ্টা করে কিন্তু সেই সময় মিডিয়ায় লোকজন ছবি তোলার উৎসাহে ধাক্কা ধাক্কি শুরু করে। মিমি ও নুসরত মিডিয়ার লোকজনকে বলেন, ‘আপনারা বোঝার চেষ্টা করুন।’ কিন্তু মিডিয়ার লোকজন কোনো কথা না শুনে ধাক্কা ধাক্কি করে।
Nusrat Jahan Ruhi, Mimi Chakraborty badly swarmed by media, say 'dhakka mat do'
Read @ANI Story| https://t.co/t9t5KuUKwl pic.twitter.com/v1kl4jZzcF
— ANI Digital (@ani_digital) June 25, 2019
এরপর মিমি নুসরত বলেন আপনাদের ছবি তুলতে হলে দূরে থেকে তুলুন। জানিয়ে দি, মিমি ও নুসরত রাজনীতির মতো সিরিয়াস বিষয়ে যোগদান করলেও ছবি তোলা ইত্যাদিতে পিছিয়ে থাকেন না। প্রথমবার পার্লামেন্টে গিয়ে মিমি নুসরত সেল্ফি তুলে রাজনৈতিক জগৎকে মাতিয়ে তুলেছিলেন। আর এখন মিডিয়ার লোকজন উনাদের ছবি তুলতে ব্যাস্ত হয়ে পড়েছিল। যার দরুন ধাক্কা ধাক্কির সম্মুখীন হতে হয় উনাদের। ঘটনাকে নিয়ে বহু তৃণমূল সমর্থকরা
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2X7L9K8
Bengali News