আজ তৃণমূলের সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan) লোকসভায় শপদ গ্রহণ করেন। আজ উনি শপদ গ্রহণ করেন কারণে এর আগে উনি নিজের বিয়ের কারণে ব্যাস্ত ছিলেন এবং পার্লামেন্টে উপস্থিত হতে পারেননি। নুসরত জাহান এখন রুহি জৈন হয়েছেন এবং সেই হিসেবে উনি লোকসভায় সদস্যতা গ্রহণের শপদ নেন। শপদ গ্রহণের সময় উনাকে পুরোপুরি একজন হিন্দু মহিলার মতো লাগছিল। উনি মাথায় সিঁধুর লাগিয়ে রেখেছিলেন, শাড়ি পরিধান করেছিলেন এবং হাতে মেহেন্দি চুড়ি পড়েছিলেন। শুধু এই নয় উনি নিজের নামের সাথে জৈন এর উল্লেখও করেন।
কিন্তু নুসরতের এই ছবি দেখে ইসলামিক কট্টরপন্থীরা প্রচন্ড আক্রোশিত হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ায় কট্টরপন্থীরা নুসরতের প্রসঙ্গে চর্চার সময় ব্যাপক আক্রমক রূপ দেখায়। কিছু ইসলামিক কট্টরপন্থী নুসরতের জন্য নরকের দোয়া করে। নুসরত যাতে জান্নাত না পায় তার জন্য আল্লাহর কাছে দোয়া করে কট্টরপন্থীরা। এই কট্টরপন্থীরা সেই ধরনের ব্যাক্তি যারা লাভ জিহাদের সমর্থন করে।এই কট্টরপন্থীরা চাই হিন্দু মেয়েদের লাভ জিহাদের শিকার বানিয়ে তার ধর্ম পরিবর্তন করতে। কিন্তু যদি কোনো মুসলিম মেয়ে হিন্দু বাড়ির বউ হয় তবে এর সেটা সইতে পারে না।
নুসরতের উপর কট্টরপন্থীরা কিভাবে আক্রমন করছে তার উদাহরণ ছবি গুলো দেখলেই বুঝতে পারবেন। নিন্দার সমস্ত সীমা ছাড়িয়ে কিভাবে গালাগালি করা হচ্ছে তথা আল্লাহর কাছে নুসরতের অমঙ্গলের জন্য দোয়া চাওয়া হচ্ছে তা সবার কাছে স্পষ্ট। মুসলিম মেয়ে হিন্দু ছেলেকে বিয়ে করলে এই কট্টরপন্থীরা আল্লাহর কাছে দোয়া করে মেয়েটি যেন মারা যায় এবং জান্নাত না পায়। অবশ্য নুসরত জাহান যিনি এখন নুসরত জৈন উনি এই কট্টরপন্থীদের কোনো পাত্তা দেবেন না এটাই স্বাভাবিক।
আল্লাহর কাছে দোয়া চাওয়া এবং সোশ্যাল মিডিয়ায় নুসরতকে গালি দেওয়া ছাড়া এই কট্টরপন্থীদের কাছে আর কোনো রাস্তা নেই। তবে কট্টরপন্থীদেরি এই আক্রোশের ফলে তাদের মিথ্যা সেলুকারিজম তথা ধৰ্মনিরপেক্ষতার মুখোশ সম্পুর্নভাবে খুলে গেছে। মিথ্যা সেকুলারিজমের আড়ালে কট্টরপন্থীদের মানসিকতা কতটা জিহাদি মনোভাবাপন্ন তা সকলের কাছে পরিষ্কার।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2X7TRYS
Bengali News