-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

কাসভকে হিন্দু প্রমাণ করাই ছিল ISI এর প্রধান লক্ষ্য! চাঞ্চল্যকর তথ্য উঠে এলো প্রাক্তন IPS অফিসারের আত্মকথায়

- February 17, 2020

প্রাক্তন আইপিএস অফিসার তথা মুম্বাই পুলিশের প্রাক্তন কমিশনার রাকেশ মারিয়া (Rakesh Maria) এর আত্মকথা মুক্তির আগেই চর্চায় উঠে এলো। রাকেশ মারিয়া নিজের লেখা বই ‘Let Me Say It Now” এ মুম্বাই হামলায় গ্রেফতার হওয়া একমাত্র জীবিত জঙ্গি আজমল কাসভকে (Ajmal Kasab) নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন।

Rakesh Maria

রাকেশ মারিয়া নিজের লেখা বইতে দাবি করেছেন যে, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI ২৬/১১ এর হামলায় হিন্দুদের দায়ী করার আপ্রাণ চেষ্টা করেছিল। ১০ জন জঙ্গিকে হিন্দু প্রমাণ করার জন্য তাঁদের ভুয়ো আইডি কার্ড পাঠানো হয়েছিল। কাসভকেও এমনই এক আইডি কার্ড দেওয়া হয়েছিল। ওই আইডি কার্ডে তাঁর নাম সমীর চৌধুরী ছিল।

মারিয়া নিজের লেখা বইতে দাবি করেন, মুম্বাই পুলিশ জঙ্গি কাসভ এর ছবি প্রকাশ করতে চাইছিল না। পুলিশ চাইছিল যে, জঙ্গির তথ্য যেন মিডিয়ার হাতে না যায়। রিটায়ার্ড আইপিএস আধিকারিক এও দাবি করেন যে, আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের গ্যাং কাসভকে মারার জন্য সুপারি নিয়েছিল।

আপনাদের জানিয়ে রাখি, ২৬ নভেম্বর ২০০৮ এ মুম্বাইয়ে ১০ জন জঙ্গি তিন জায়গায় হামলা করেছিল। ওই হামলায় ১৬৬ জন প্রাণ হারিয়েছিলেন। বহু মানুষ আহত হয়েছিলেন। এই ১০ হামলাকারীদের মধ্যে আজমল কাসভ নামের একজনকে জীবিত গ্রেফতার করা হয়েছিল। কাসভকে ২১ নভেম্বর ২০১২ সালে পুনের জেলে ফাঁসি দেওয়া হয়েছিল।



from India Rag https://ift.tt/2SRmMeR
Bengali News
 

Start typing and press Enter to search